
ছবি: দৈনিক জনকন্ঠ
কয়েকদিন ধরে কুড়িগ্রাম ও তার আশপাশের এলাকায় এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। প্রচণ্ড তাপদাহে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে।
আবহাওয়া অফিস বলছে, আজ শনিবার (১০ মে) মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপ দাহের কারণ কুড়িগ্রাম ও তার আশ পাশের মানুষ চরম কষ্টে পড়েছে। গরমের কারণে শহরে মানুষ চলাচল করছে কম। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।
স্থানীয় আবহাওয়া অফিস বলছে, এমন পরিস্থিতি আরও কয়েকদিন চলতে পারে।
মিরাজ খান