ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভয়ে কাঁপছে ভারত: পাকিস্তানের নতুন অভিযান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ শুরু!

প্রকাশিত: ১৬:৩৬, ১০ মে ২০২৫; আপডেট: ১৬:৩৬, ১০ মে ২০২৫

ভয়ে কাঁপছে ভারত: পাকিস্তানের নতুন অভিযান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ শুরু!

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে, পাকিস্তান তাদের সামরিক বাহিনীর নতুন অভিযান "অপারেশন বুনিয়ান-উন-মারসুস" ঘোষণা করেছে, যার লক্ষ্য ভারতের সামরিক স্থাপনাগুলো।

এই অভিযান শুরু হয় ১০ মে, শনিবার, ভারতের উধমপুর, পাঠানকোট, গুজরাট, রাজস্থান বিমানঘাঁটি এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের গুদামে হামলার মাধ্যমে।

পাকিস্তান তাদের ফাতেহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উধমপুর বিমানঘাঁটিতে আক্রমণ চালিয়েছে এবং উরি অঞ্চলের একটি ভারতীয় ব্রিগেড সদর দপ্তর ও রসদ ঘাঁটি ধ্বংস করেছে। সাইবার আক্রমণের মাধ্যমে ভারতের বিদ্যুৎ গ্রিডের ৭০ শতাংশ অকেজো করে দেওয়া হয়েছে। পাকিস্তান বিমানবাহিনী দাবি করেছে, তাদের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান থেকে উৎক্ষেপিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এডাম্পুর এয়ারবেস, ভাতিন্ডা, হালওয়ারা এবং সিরসা এয়ারফিল্ডেও হামলা চালানো হয়েছে।

সাইবার যুদ্ধের অংশ হিসেবে পাকিস্তান বেশ কয়েকটি ভারতীয় সরকারি ও সামরিক ওয়েবসাইট হ্যাক করেছে, যার মধ্যে রয়েছে বিজেপির সরকারি ওয়েবসাইট, ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি, মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি এবং ভারত আর্থ মুভার্স লিমিটেড। মহারাষ্ট্রে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি হয়েছে। জবাবে, ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের মুরিদ, নূর খান এবং শোরকোট বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং আফগানিস্তানে একটি ড্রোন হামলা চালিয়েছে। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, জি-৭ গোষ্ঠী উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং সরাসরি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য উৎসাহিত করেছে।

এসইউ

×