ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পাট ক্ষেতে গাঁজা চাষ করায় মাদক কারবারি আবুল গ্রেফতার

এনামুল হক এনা, উপকূলীয় প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ১৮:৩৬, ১০ মে ২০২৫

পাট ক্ষেতে গাঁজা চাষ করায় মাদক কারবারি আবুল গ্রেফতার

ছবিঃ প্রতিবেদক

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে পাট ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে মো. আবুল হোসেন হাওলাদার (৪৭) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাত ১০টার দিকে উপজেলার আন্দুয়া গ্রামে নিজ পাট ক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আবুল হোসেন ওই গ্রামের মৃত তোজাম্বের হাওলাদারের ছেলে।

মির্জাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার পাট ক্ষেত থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং পাট চাষের আড়ালে গাঁজা চাষ করতেন বলে জানায় পুলিশ।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি মাদক ব্যবসার উদ্দেশ্যে গাঁজা চাষ করছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।

আরশি

×