ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন আন্দোলনকারীরা

প্রকাশিত: ২১:১০, ১০ মে ২০২৫; আপডেট: ২১:২৩, ১০ মে ২০২৫

প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন আন্দোলনকারীরা

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শনিবার (১০ মে) থেকে শুরু হয় গণজমায়েত ও লাগাতার অবস্থান কর্মসূচি। এতে অঙ্গশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

রাত ৮টার দিকে এক সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারকে এক ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করলে 'মার্চ টু যমুনা' কর্মসূচির ডাক দেওয়া হবে।

এরপরেই প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন আন্দোলনকারীরা।

এ সময় মাইকিং করে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শাহবাগ মোড়। উল্লেখযোগ্য স্লোগানগুলোর মধ্যে ছিল—‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে’, ‘লীগ ধরো, জেলে ভরো’, ‘আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে’, ‘এক দফা এক দাবি, লীগ আর নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, এবং ‘গদি ছাড়’। 

রিফাত

×