ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চর কারও বাপের নাকি: সাখাওয়াত হোসেন

প্রকাশিত: ১৫:৫৩, ৯ মে ২০২৫

চর কারও বাপের নাকি: সাখাওয়াত হোসেন

ছবি: সংগৃহীত

লঞ্চঘাট চালু করে নদীপথে মানুষের চলাচল সহজ করতে নেওয়া সরকারি উদ্যোগে স্থানীয় কিছু মহলের বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “আমি জানতাম এখানে একটা লঞ্চঘাট ছিল, যা এখন বন্ধ হয়ে গেছে। ঘাট না থাকায় নদীপথে পারাপার এখন মাফিয়া চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে, যারা ফেরি ও স্পিডবোটের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। অথচ এখানকার মানুষের জন্য নদীপথই সবচেয়ে সহজ ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা।”

তিনি জানান, বাজারে গিয়ে সাধারণ মানুষ তাঁর কাছে সরাসরি অভিযোগ করেছেন যে, ড্রেজিং না করার কারণেই লঞ্চঘাট বন্ধ হয়ে গেছে। এরপর তিনি বিষয়টি নিয়ে কাজ শুরু করেন।

“বাংলাদেশে একটি প্রকল্প মুখের কথায় হয় না। ড্রেজিং শুরু করতে হলে ড্রেজার আনতে হয়, লোকবল জোগাড় করতে হয়, সমীক্ষা করতে হয়, ম্যাপ তৈরি করতে হয়—এসব করতে করতেই প্রায় দুই মাস লেগেছে। এরপর ড্রেজিং শুরু হলে দেখা যায়, কিছু লোক এসে বাধা দিচ্ছে—এইখানে না, ওইখানে বালি ফেলতে হবে, এই চর কাটা যাবে না। আমি বলি, চর কারও বাপের না। দেশের নদী, দেশের চর—সবাই মালিক। কেউ নিজের নামে চর দখল করতে পারে না,”—বলেছেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, “চর জাগলেই সেটা আপনার সম্পত্তি নয়। সেখানে রাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। কেউ যদি উন্নয়নের কাজে বাধা দেন, সেটা সরকার সহ্য করবে না।”

ড. সাখাওয়াত হোসেন বলেন, নদীপথ সচল না থাকলে যতই সড়ক নির্মাণ হোক, কাজের কাজ কিছুই হবে না। তাই সরকার এই লঞ্চঘাট চালু করার উদ্যোগ নিয়েছে এবং এটি বাস্তবায়নে স্থানীয়দের সহযোগিতাও প্রত্যাশা করছেন তিনি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=sMGT6sILCOg

এএইচএ

আরো পড়ুন  

×