
ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আজকের যুদ্ধবিরতি অঞ্চলজুড়ে স্থিতিশীলতার পথে এক নতুন সূচনা চিহ্নিত করছে।
শনিবার (১০ মে) এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে তিনি এই যুদ্ধবিরতির বিষয়টিকে বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার একটি ধাপ হিসেবে বর্ণনা করেন।
তিনি লেখেন, “পাকিস্তান বিশ্বাস করে, এটি সেই নতুন সূচনার প্রতিনিধিত্ব করছে, যা দীর্ঘদিন ধরে অঞ্চলটিকে জর্জরিত করে রাখা সমস্যাগুলোর সমাধান ও শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার পথে বাধা হয়ে দাঁড়ানো দুর্ভাগ্যজনক পরিস্থিতির অবসান ঘটাবে।”
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শুধু ট্রাম্পকেই নয়, বরং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, “আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা এই ফলাফল মেনে নিয়েছি। যুক্তরাষ্ট্র যে সক্রিয় ভূমিকা রেখে এই ফলাফল বাস্তবায়ন করেছে, তার জন্য পাকিস্তান আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
সূত্রঃ আল জাজিরা
ইমরান