ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধ, ফরিদপুরে শহরজুড়ে উত্তেজনা

অভিজিৎ রায়, ফরিদপুর

প্রকাশিত: ০১:১৮, ১১ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধ, ফরিদপুরে শহরজুড়ে উত্তেজনা

ছবি: জনকণ্ঠ

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ১২টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত একটি আনন্দ মিছিল বের করা হয়। ফরিদপুর শহর শিবিরের সভাপতি মো. আকমল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার মুখ্য সমন্বয়ক আনিসুর রহমান সজল, ফরিদপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জিহাদুল ইসলাম রত্ন, হাসিবুল হাসান, এবং মোহাম্মদ আহমাদুল্লাহ।

বক্তারা বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বাংলাদেশের জন্য একটি বড় বিজয়। আগামীতে কোনো ফ্যাসিবাদী শক্তি যেন দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।”

তারা আরও বলেন, “ভবিষ্যতে আওয়ামী লীগ এ ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করলে আমরা শক্ত হাতে তা দমন করব।” বক্তারা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং সতর্ক করে বলেন, “এই দলটি নিষিদ্ধ হলেও ভবিষ্যতে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে, তাই সবাইকে সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে হবে।”

তারা দাবি করেন, গত ১৭ বছরে বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ঘোষণা নিয়ে যদি কোনো নাটক হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

পথসভায় জানানো হয়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এর আগে মিছিলটি শহর প্রদক্ষিণ করে এবং বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। শেষে আনন্দ মিছিলে মিষ্টি বিতরণ করা হয়।

শহীদ

×