ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিলে জামায়াত নেতা

‘সরকারের মধ্যেই লুকিয়ে আছে ফ্যাসিস্টদের দোসরদের প্রতি অনুকম্পা দেখানো চক্রান্তকারীরা’

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ০৪:১৪, ১১ মে ২০২৫; আপডেট: ০৪:১৬, ১১ মে ২০২৫

‘সরকারের মধ্যেই লুকিয়ে আছে ফ্যাসিস্টদের দোসরদের প্রতি অনুকম্পা দেখানো চক্রান্তকারীরা’

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরে একটি আনন্দ মিছিল হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় ইন্দিরা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। বক্তব্যে ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকার আগেই পদক্ষেপ নিতে পারতো’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কিন্তু কোন অজানা কারণে সরকার তা করেনি তা আমাদের পরিষ্কার। সরকারের মধ্যেই লুকিয়ে আছে ফ্যাসিস্টদের দোসরদের প্রতি অনুকম্পা দেখানো চক্রান্তকারীরা।’

অন্তর্বর্তী সরকার কর্তৃক আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে এই জামায়াত নেতা বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ছাত্র-জনতার দাবি সরকার মেনে নিয়েছে। আওয়ামী লীগ একটি জুলুমবাজ দলে পরিণত হয়েছিল। তারা শুধু ফ্যাসিবাদী হয়নি বরং তারা জুলুমকারী হিসেবে জনগণের সামনে আবির্ভূত হয়েছিল।’  

অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই, ফ্যাসিস্ট ও তার দোসরদের পক্ষ অবলম্বনকারী কোন উপদেষ্টা যদি থেকে থাকেন, তবে তাকে সেখান থেকে বিদায় দিতে হবে। তা না হলে জুলাই বিপ্লব ক্ষতবিক্ষত হবে, জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলার আমির হাফেজ আব্দুল আলিম, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

জাহিদ হাসান মাহমুদ মিম্পা/রাকিব

×