
ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতীয় গণমাধ্যম এখন আর দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে না, বরং তারা বিনোদনের একটি মাধ্যম হয়ে উঠেছে। সংবাদ পরিবেশনের চেয়ে নাটকীয় উপস্থাপনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা। শনিবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
এছাড়া, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। যাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের বিষয়ে তদন্ত চলছে। যারা দায়ী, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইন্টেরিম (অন্তর্বর্তীকালীন) সরকারের তরফ থেকে এটি পরিষ্কারভাবে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, "এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতির ভূমিকা এবং যেভাবে তিনি দেশ ত্যাগ করেছেন, সেটি নিয়ে আমরা দায়ীদের চিহ্নিত করছি এবং জনগণের স্বার্থে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।"
মারিয়া