
ছবি: সংগৃহীত
বিশ্বে মাত্র তিনজন অভিনেতা অভিনয়ের প্রয়োজনে শারীরিক রূপান্তরের (বডি ট্রান্সফরমেশন) দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন অভিনেতা এফএস নাঈম।
এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার সীমিত জ্ঞানে যতটুকু জানি, অভিনয়ের প্রয়োজনে বডি ট্রান্সফরমেশন করেছেন মাত্র তিনজন—একজন খ্রিস্টান বেল (Christian Bale), দ্বিতীয়জন বলিউড অভিনেতা আমির খান ‘দঙ্গল’ সিনেমার জন্য, আর তৃতীয়জন আমরা—বাংলাদেশ থেকে।
তিনি আরও বলেন, আমি নিজের নাম বলছি না, বলছি আমরা বাংলাদেশ করেছি। আমরা চেষ্টা করেছি প্রমাণ করতে যে আমাদের দেশেও এমন অভিনেতা আছেন, যারা শিল্পের প্রতি দায়বদ্ধ থেকে নিজেদের শরীর ও মন প্রস্তুত করছেন।
অভিনয়ের জন্য শারীরিক রূপান্তরের চর্চা বাংলাদেশে বিরল হলেও এটি আন্তর্জাতিক অঙ্গনে পেশাদারিত্বের এক গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত। এফএস নাঈমের এই বক্তব্য দেশের অভিনয় শিল্পে নতুন ধারা এবং প্রস্তুতির গুরুত্বকে সামনে এনেছে।
এসএফ