ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ফেসবুক পোস্টে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান

‘ভারত নিজে দিগম্বর, সাথে ফ্রান্স, ইজরায়েল ও রাশিয়ার বাণিজ্য লাটে উঠেছে’

প্রকাশিত: ০২:৫৩, ১২ মে ২০২৫; আপডেট: ০৩:০৪, ১২ মে ২০২৫

‘ভারত নিজে দিগম্বর, সাথে ফ্রান্স, ইজরায়েল ও রাশিয়ার বাণিজ্য লাটে উঠেছে’

ছবি: সংগৃহীত

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দুইবার গুমের শিকার হওয়া সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ইস্যুতে ভারতের আর্থিক ক্ষয়ক্ষতি প্রসঙ্গে বলেছেন, ‘ভারত নিজে দিগম্বর, সাথে ফ্রান্স, ইজরায়েল ও রাশিয়ার বাণিজ্য লাটে উঠেছে।’

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বীর প্রতীক উপাধিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে এমন মন্তব্য করেন। ভারতের সাথে সাথে ফ্রান্স, ইসরায়েল ও রাশিয়াও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানান তিনি।

ছবি: সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের ফেসবুক পোস্ট

সোমবার (১২ মে) আপলোড দেওয়া ওই ফেসবুক পোস্টে ‘পাক-ভারত যুদ্ধ’ প্রসঙ্গে তিনি আরও লেখেন, ‘এবার ধামাকা হবে পাকিস্তানের সিনেমায়।’

এছাড়া, ‘বোনাস হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ’, ফেসবুক পোস্টে যোগ করেন তিনি।

রাকিব

×