ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবি, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

বাবুল সরদার, বাগেরহাট

প্রকাশিত: ০০:২০, ১৪ মে ২০২৫; আপডেট: ০০:২২, ১৪ মে ২০২৫

বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবি, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৩ই মে) বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শেখ মাইনুল ইসলাম মোস্তফা। এসময়, ব্যবসায়ী সমিতির সদস্য সচিব নজরুল ইসলাম রুনু, বেগ শামীম হাসান, মনজুরুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ শাহিনুর রহমান, মাহাবুবুল আলম কাজল, ইকরামুল কবির ইকু, জিহাদুল ইসলাম, সোহাগ হাওলাদারসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ব্যবসায়ী নেতা মাইনুল ইসলাম মোস্তফা বলেন, বর্তমানে বাগেরহাটের ব্যবসায়ীরা ক্রেতা শূন্যতায়, ব্যবসায়ীক মন্দাসহ নানা সংকটে ভুগছেন। ব্যাংক ও এনজিও থেকে ঋন  নিয়ে তারা কোন রকমে ব্যবসা  চালিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে বাগেরহাট শহরে বানিজ্য মেলার আয়োজন ব্যবসায়ীদের জন্য সুখকর নয়।তাছাড়া বাণিজ্য মেলায় নিম্নমানের ও সস্তা পণ্য বিক্রয় করা হয়। এজন্য বাণিজ্য মেলা হলে, স্থানীয় ব্যবসায়ীদের বেচাকেনা শূন্যের কোঠায় চলে আসবে। অন্যদিকে অতিরিক্ত লাভের আসায়, মেলায় জুয়ার আসর বসানো হয়। যার ফলে বাণিজ্যমেলা চলাকালীন সময়ে চুরি ছিনতাই ডাকাতি বৃদ্ধি পায়, জানমালের মারাত্মক ক্ষতি হয়।

বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান এবং এইচএসসি পরীক্ষা আসন্ন এবং সামনে পবিত্র ঈদুল আযহা রয়েছে। সবকিছু মিলিয়ে বাণিজ্য মেলায় লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। এই পরিস্থিতিতে যেকোন মূল্যে বানিজ্য মেলা বন্ধ করা প্রয়োজন।

ব্যবসায়ীরা আরও বলেন, আমরা আগেও এই মেলা বন্ধ করার জন্য মানববন্ধন করেছি। প্রতিবাদ সমাবেশ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছি। তারপরও পৌরপার্কে বানিজ্য মেলা পরিচালনার জন্য বগুড়ার মন্টু ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মযজ্ঞ চালাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা আরও বলেন, চাঁদাবাজির কারণে পানের হাট, সুপারির হাট, ঢেউ টিনের হাট, গুড়ের হাট সহ অধিকাংশ পণ্য সামগ্রী ও ফসলের হাট শহর থেকে চলে গেছে। এখানে প্রশাসনিক দুর্বলতা রয়েছে। মেলার স্থানে সকল ময়লা আবর্জনা কাঁচা পায়খানা সবই নদীর মধ্যে ফেলা হবে, পরিবেশ দূষণ হবে। একটি সিন্ডিকেটের সামান্য লাভের জন্য বাগেরহাটের ব্যবসায়ীদের সম্মিলিত ও বৃহত্তর ক্ষতি মেনে নেওয়া হবে না। বাগেরহাটবাসীর ভালোর জন্য অনতিবিলম্বে বাণিজ্য মেলা বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা।

 

রাজু

×