
হিন্দু ধর্ম বহুত্বকে ধারণ করে এবং এই ধর্ম হিন্দুত্ববাদের একমুখী ধর্মের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্য।
গতকাল মঙ্গলবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী।
পিনাকী তার পোস্টে বলেন, আমি একটা ভিডিও করছিলাম "গাজওয়াতুল হিন্দ" নিয়া। আমি বলছিলাম, হিন্দু ধর্ম বহুত্বকে ধারণ করে এবং এই ধর্ম হিন্দুত্ববাদের একমুখী ধর্মের সাথে সাংঘর্ষিক।
হিন্দুত্ববাদ যেই ধর্মের কথা বলে তা হিন্দু ধর্মে নাই উল্লেখ করে তিনি আরো বলেন, হিন্দুত্ববাদিরা ইসলামকে কু / পাইতে যাইয়া যেই ধর্ম চর্চার পথে যাইতেছে তাতে তাদের মধ্যে স্পিরিচুয়াল ভ্যাকুয়াম তৈরি হবে। এর ফলে হিন্দুত্ববাদিরা একেশ্বরবাদী হবে যাকে ইসলামের ভাষায় বলে তৌহিদি। এইটাই ভার্চুয়ালি ইসলামের বিজয় আর হিন্দুতেবাদের পরাজয় যা ভার্চুয়ালি "গাজওয়াতুল হিন্দ"।
তিনি তার পোস্টে আরো বলেন, এইটা একটা দার্শনিক আলোচনা। আপনার এই ব্যখ্যা পছন্দ না হইতে পারে। আপনার পালটা ব্যখ্যা থাকতে পারে। কিন্তু আপনি ভিডিওর জন্য পিনাকীরে বাম্বু দিবেন। এইড্যা কিছু হইলো? পিনাকী কি আপনার বাম্বুরে তু /দে?
ফুয়াদ