ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

যুদ্ধে নিজেদের শহিদ এবং আহতের সংখ্যা এবং পরিচয় জানালো পাকিস্তান!

প্রকাশিত: ১৫:৩১, ১৩ মে ২০২৫; আপডেট: ১৬:২৮, ১৩ মে ২০২৫

যুদ্ধে নিজেদের শহিদ এবং আহতের সংখ্যা এবং পরিচয় জানালো পাকিস্তান!

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের অন্তত ১১ সেনা সদস্য এবং ৪০ জন বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও ৭৮ জন সেনা ও ১২১ জন বেসামরিক ব্যক্তি। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

মঙ্গলবার (১৩ মে) পাকিস্তানি দৈনিক দ্য ডন এই তথ্য প্রকাশ করেছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ভারতের “উসকানিমূলক ও নিন্দনীয় হামলা” প্রতিহত করতে গিয়ে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ৭ জন নারী ও ১৫ জন শিশু।

আইএসপিআর-এর বিবৃতিতে নিহত সেনা সদস্যদের নাম প্রকাশ করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর শহীদরা হলেন— নায়েক আবদুর রহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহি মোহাম্মদ আদিল আকবর এবং সিপাহি নিসার।

এছাড়া পাকিস্তান বিমান বাহিনীর নিহত সদস্যরা হলেন— স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক এবং সিনিয়র টেকনিশিয়ান মুবারক।

বিবৃতিতে আরও বলা হয়, “এই শহীদদের আত্মত্যাগ পাকিস্তানের জন্য চিরন্তন গৌরবের উৎস। তাদের সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা এবং দেশপ্রেম দেশের ইতিহাসে অনন্তকাল স্মরণীয় হয়ে থাকবে।”

ফারুক

×