ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে: শিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

কালিদাস রায়, নাটোর জেলা

প্রকাশিত: ১৯:৩০, ১৩ মে ২০২৫; আপডেট: ১৯:৩১, ১৩ মে ২০২৫

শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে: শিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা ডাঃ  বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বিকশিত করতে হবে। শিক্ষার্থীদের পরিপূণভাবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীরা নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে না পারলে তারাই সমাজে অভিশাপ হয়ে দেখা দেবে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিতে কো-কারিকুলাম এক্টিভিটিস বাড়ানোর বিকল্প নেই। কাজেই খুদে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষার বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। শুধু বই পড়ে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না। এর পেছনে সামগ্রিক পরিবেশ ও আচরণগত নানা বিষয় কাজ করে। বিদ্যালয় ব্যবস্থাপনার ভিতর অনৈতিকতা বিরাজমান থাকলে সেখান থেকেও শিক্ষার্থীরা অনৈতিক শিক্ষায় লাভ করবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা পড়তে পারে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক সারাজীবনের জন্য গড়ে ওঠে। সমাজের নানা বৈষম্য নিরসনে শিক্ষকরা অনন্য ভূমিকা পালন করতে পারেন।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ে সচিব আবু তাহের মো: মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু র্নূর মোঃ শামসুজ্জামান, এনডিসে পরিচালক মোহাম্মদ কামরুল হাসান প্রমূখ। 
এর আগে সভায় উপস্থিত শিক্ষকরা উপদেষ্টার দৃষ্টি আর্কষণ করে তৃণমূল পর্যায়ে বিদ্যালয় পরিচালনা ও শিক্ষাদানের বিষয়ে নানা অসঙ্গতি, সমস্যা, চাহিদা এবং প্রস্তাবনা তুলে ধরেন।

 

রাজু

আরো পড়ুন  

×