ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ঈদে পাঞ্জাবি না দেওয়ায় রাগ করেছিলেন হ‍ুমায়ূন আহমেদ, অভিনেতা ফারুক জানালেন সেই ঘটনা

প্রকাশিত: ০০:৩৭, ১৪ মে ২০২৫; আপডেট: ০০:৩৮, ১৪ মে ২০২৫

ঈদে পাঞ্জাবি না দেওয়ায় রাগ করেছিলেন হ‍ুমায়ূন আহমেদ, অভিনেতা ফারুক জানালেন সেই ঘটনা

ঈদে পাঞ্জাবি না দেওয়ায় রাগ করেছিলেন হ‍ুমায়ূন আহমেদ; অভিনেতা ফারুক জানালেন সেই ঘটনা।

বেসরকারি গণমাধ্যমের একটি টকশো'তে তিনি এই স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, রোজার ঈদে আমরা শ্যুটিং করছিলাম, হঠাৎ সন্ধ্যার দিকে প্রোডাকশনের এক ছেলে এসে বললো স্যার আপনাকে ডাকে। ঈদের কয়েকদিন আগের ঘটনা এটা। আমি বললাম একটু পর আসি, ছেলেটা বললো না স্যার এখনই যেতে বলেছে। 

হুমায়ুন আহমেদ তার রুমেই বসা ছিলেন, আমি যাওয়ার পর বললেন বসো। এরপর হুমায়ুন আহমেদ বললেন, গত ঈদে তুমি আমাকে পাঞ্জাবি দেও নাই কেন? আমি ৪-৫ টা ঈদে তাকে পাঞ্জাবি দিয়েছি এর আগে। আগের ঈদে দেয়া হয়নি এটা। 

হুমায়ুন আহমেদ আবারও খুব রাগ করে বললেন, গত ঈদে তুমি পাঞ্জাবি দেও নাই কেন আমাকে? তখন আমার হঠাৎ মনে হলো, ঈদে আমি দেশে ছিলাম না। বাইরে ছিলাম। সেই জন্য দেয়া হয় নাই। তাকে বলার পর বললো, তোমার বাসায় লোক ছিল না! তোমার ড্রাইভার ছিল না! তুমি পাঞ্জাবি পাঠাই দিতে পারতা। আমি বললাম, এভাবে তো চিন্তা করিনি। হুমায়ুন আহমেদ বললেন, জানো না আমি তোমার পাঞ্জাবি পরি! ঈদের সময় তোমার পাঞ্জাবি পরি আমি, আর তুমি পাঞ্জাবি দেও নাই। সে খুব রাগ।

আমি বললাম হুমায়ুন ভাই, এইবারের ঈদে আপনাকে পাঞ্জাবি দিব আমি, তিনি বললেন; না, আমি তোমার পাঞ্জাবি পরবো না আর কোনদিন। খবরদার তুমি আমার জন্য পাঞ্জাবি নিয়া আসবা না। 

তারপরেও ঈদের দুই-একদিন আগে আমি সাহস করে একটা পাঞ্জাবি আর একটা শাড়ি কিনে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর বললেন, কী ব্যাপার, কী জন্য আসছো?

আমি বললাম, এই যে আসলাম পাঞ্জাবি দিতে। তিনি বললেন, তাই নাকি! ওহ ফাইন। এই শাওন দেখো ফারুক আসছে পাঞ্জাবি নিয়ে, শাড়ি নিয়ে। সে খুবই খুশি হয়েছিল। ৭-৮ দিন আগে যে আমাকে বকা দিল, তার কিছুই মনে নাই।

 

সূত্রঃ https://youtu.be/q0rOECq-8_E?si=0AV4WdzZixnjzab-

রিফাত

×