ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বর্ণাঢ্যে ভরপুর কান চলচ্চিত্র উৎসব

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:১৫, ১৩ মে ২০২৫

বর্ণাঢ্যে ভরপুর কান চলচ্চিত্র উৎসব

৭৮তম কান চলচ্চিত্র উৎসব

ফ্রান্সের সাগরপাড়ে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল মঙ্গলবার রাতে। বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় শুরু হয় উদ্বোধনী আয়োজন। এ উৎসবে সিনেমার পাশাপাশি বিশ্বের আলোচিত তারকাদের ফ্যাশন আর সৌন্দর্য প্রতিযোগীতাই মুখ্য। লাল গালিচায় তারকাদের জমকালো পোশাক নজর কাড়ে সবার।

এই বিষয়কে মাথায় রেখে কানের লাল গালিচায় এ বছর আনুষ্ঠানিকভাবে নগ্নতা এবং অতিরিক্ত লম্বা পোশাক নিষিদ্ধ করেছে কতৃপক্ষ। জানাগেছে ২০২২ সালে কানের লাল গালিচায় একজন বিক্ষোভকারী টপলেস হয়ে হাজির হওয়ার ফলস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারে ১৯টি সিনেমা উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। এগুলোর মধ্যে ৬টির পরিচালক নারী। মূল প্রতিযোগিতা বিভাগে এবারে কোরীয় কোনো সিনেমা নেই, যা ২০১৩ সালের পর এই প্রথম ঘটেছে।
উৎসবের পর্দা নামবে আগামী ২৪ মে। ওইদিন পুরস্কার ঘোষণা করা হবে। এবারে উদ্বোধনী সিনেমা আমেলি বোনাঁর ‘লিভ ওয়ান ডে’।
উদ্বোধনী অনুষ্ঠানে এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরোকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পাম ডি অর পুরস্কার দেওয়া হবে। আগামী ১৮ মে নিকোল কিডম্যানকে উইমেন ইন মোশন ২০২৫ পুরস্কারে সম্মানিত করা হবে। প্রতিযোগিতার বাইরে হলিউড সুপারস্টার টম ক্রুজের ‘মিশন ইমপসিবল’র স্পেশাল স্ক্রিনিং হবে। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আগামী ১৪ মে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন জোলি।

এবারে নির্মাতা জুটি ডারডেন ব্রাদার্স ‘দ্য ইয়াং মাদারস হোম’ সিনেমা নিয়ে ফিরছেন কানে। আলোচনায় আছে জুলিয়া দুকোর্নোর ‘আলফা’, রিচার্ড লিংকলেটারের ‘নুভেল ভাগ’, ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফিন্যান্সিয়াল স্কিম’। প্রতিযোগিতায় আছে ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ এবং সাঈদ রুস্তায়ির ‘উইমেন অ্যান্ড চাইল্ড’। এছাড়া সিনেমা বিশ্লেষকরা ব্রিটিশ অভিনেতা জশ ও কন্নর অভিনীত দুইটি সিনেমা ‘দ্য হিস্টোরি অব সাউন্ড’ ও ‘দ্য মাস্টারমাইন্ড’কেও এগিয়ে রেখেছেন স্বর্ণপাম জয়ে।
হ্যারিস ডিকিনসনের ‘আর্চিন’, স্কারলেট জোহানসনের ‘এলিনর দ্য গ্রেট’ ও ক্রিস্টেন স্টুয়ার্ট পরিচালিত ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’ সিনেমা প্রতিযোগিতা করবে কানের আ সার্তে রিগার্ড বিভাগে।
উৎসবে গাজায় ইসরায়েলি হামলা নিয়ে তৈরি একাধিক সিনেমা দেখানো হবে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গত মাসে পরিবারের ১০ সদস্যসহ নিহত হন গাজার ফটোসাংবাদিক ফাতিমা হাসসুনা। তার গল্প উঠে এসেছে ইরানি নির্মাতা সেপিদেহ ফার্সির ‘পুট ইয়োর সৌল অন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ তথ্যচিত্রে। বৃহস্পতিবার দেখানো হবে এটি। 
এ ছাড়া আ সার্তে রিগার্ড বিভাগে প্রতিযোগিতা করছে গাজায় ইসরায়েলি বর্বরতা নিয়ে বানানো আরেকটি সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন গাজা’। এই সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা জুটি আরব ও টারজান নাসের। ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বাধীন জুরি দলে আছেন আটজন সদস্য।

×