
ছবি: সংগৃহীত।
নাক দিয়ে হঠাৎ রক্তপাত হলে ছোট শিশুদের ক্ষেত্রে ভয় পাওয়া স্বাভাবিক। তবে এই ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রাথমিক চিকিৎসা জানা থাকলে তা অনেকটাই সাহায্য করতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দুই থেকে দশ বছর বয়সি শিশুদের মধ্যে নাক দিয়ে রক্তপাত বা ‘নোজ় ব্লিডিং’-এর ঘটনা সবচেয়ে বেশি দেখা যায়।
শিশুরোগ বিশেষজ্ঞদের মতে, নাক দিয়ে রক্ত পড়ার বেশ কিছু কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে অ্যালার্জিজনিত সমস্যা, শরীরে জলের ঘাটতি, উচ্চ রক্তচাপ, কিংবা ভাইরাস ও ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ।
নাকের ভিতরে একটি পাতলা স্বচ্ছ আবরণ বা মিউকাস মেমব্রেন থাকে, যার নিচে থাকে অসংখ্য সূক্ষ্ম রক্তনালি। যখন এই আবরণ শুকিয়ে যায় বা আক্রান্ত হয়, তখন জ্বালা, চুলকানি এবং অস্বস্তি তৈরি হয়। শিশুরা নাক খোঁচাতে শুরু করলে সেই আবরণ ছিঁড়ে গিয়ে রক্তপাত হতে পারে। শুষ্ক ও গরম আবহাওয়া, ডিহাইড্রেশন এবং অতিরিক্ত ন্যাজ়াল স্প্রে ব্যবহারের ফলেও এই সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে শিশুর নাক দিয়ে রক্ত পড়লে কী করা উচিত-
শিশুকে শুইয়ে না দিয়ে সামনের দিকে মাথা ঝুঁকিয়ে বসিয়ে দিন। এতে রক্ত গলার মাধ্যমে শরীরের অন্য কোথাও প্রবেশ করতে পারবে না।
বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে নাকের দুই ছিদ্র চেপে ধরে রাখুন ১০-১৫ মিনিট পর্যন্ত। মুখ দিয়ে শ্বাস নিতে বলুন। প্রয়োজনে ৫ মিনিট অন্তর বন্ধ-খোলা করতে পারেন।
ঠান্ডা জল বা বরফ জড়িয়ে একটি কাপড় বা তোয়ালে নাকের উপর ও আশপাশে রাখলে রক্তপাত কমে আসবে।
শিশুকে নাক খোঁটতে দেবেন না।
সর্দি-কাশির সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ দিন এবং ঘন ঘন ন্যাজ়াল স্প্রে ব্যবহার করা এড়িয়ে চলুন।
শিশুকে পর্যাপ্ত জল ও তরল খাবার খাওয়াতে হবে যাতে শরীরে জলের ঘাটতি না হয়।
যদি এই ব্যবস্থা নেওয়ার পরেও রক্তপাত বন্ধ না হয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মিরাজ খান