
শাহরিন মাহফুজা জেবিন
উপস্থাপনায় ও সাংবাদিকতা পেশায় এক দশক বেশ সফলতার সঙ্গেই পার করেছেন কুষ্টিয়ার মেয়ে শাহরিন মাহফুজা জেবিন। বিশেষত বিগত কয়েকবছর চ্যানেল টোয়েন্টিফোরে উপস্থাপনা ও সাংবাদিকতায় নিজের মেধা দিয়ে তিনি নিজেকে নিয়ে এসেছেন আলোচনার শীর্ষে। বিশেষত টিভি চানেলেগুলোতে যারা জেবিনের মতো করেই কাজ করেন তাদের মধ্যে সর্বাধিক আলোচনায় রয়েছেন জেবিনই।
তাই ‘চ্যানেল টোয়েন্টিফোর’ পরিবার তাকে নিয়ে গবির্ত। তবে এই সময়টায় যেন এই পরিবারটি আরও বেশি গর্বিত। কারণ মঙ্গলবার থেকে ফ্রান্সের কানে শুরু হয়েছে ৭৮তম কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল। আর এই ফ্যাস্টিভ্যালে এবারই প্রথম একজন সাংবাদিক হিসেবে চ্যানেলটির পক্ষ থেকে যোগ দিয়েছেন শাহরিন মাহফুজ জেবিন। কান উৎসবে যোগ দিয়ে ভীষণ উচ্ছ্বসিত জেবিন। জেবিন বলেন, বলা যায় আমার স্বপ্নই ছিল কানে যোগ দেবার।
একজন পেশাদার সাংবাদিক হিসেবেই কান উৎসবে যোগ দেবার স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। গতকাল থেকে আমি আমার পেশাগত কাজ শুরু করেছি। এখনো কেন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। পুরো পৃথিবী তাকিয়ে থাকে যে উৎসবের দিকে সেই উৎসবে আমি। ভাবলেই গা শিউরে উঠে। যেহেতু এখানে আমার প্রথম আসা তাই চেষ্টা করব যতটা পারফেক্টলি পেশাগত দায়িত্ব পালন করা যায়।
এখানে এর আগে যারা এসেছেন সবাই আমাকে সহযোগিতা করবেন এটাও আমার বিশ্বাস। মিস করব চ্যানেল টোয়োন্টিফোরের বিনোদন টিমকে। সবার কাছে দোয়া চাই যেন ঠিকঠাক মতো আমি আমার দায়িত্বটা পালন করতে পারি।