ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বিজয়নগরে রাতের আঁধারে ইটভাটায় যাচ্ছে ফসলি জমির মাটি

হীরা আহমেদ জাকির, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত: ০০:৫৭, ১৪ মে ২০২৫

বিজয়নগরে রাতের আঁধারে ইটভাটায় যাচ্ছে ফসলি জমির মাটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ট্রাক্টর দিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এভাবে জমির মাটি কাটার ফলে আবাদি জমির উৎপাদন হ্রাস পাচ্ছে। পাশাপাশি নষ্ট হচ্ছে মাটির জৈব গুণাগুণ, নিচু হয়ে যাচ্ছে কৃষিজমি।
উপজেলার বিভিন্ন ইটভাটায় ইট পুড়ানোর মৌসুম শুরুর আগে থেকেই শুরু হয় ফসলি জমি থেকে মাটি কাটার প্রতিযোগিতা।পরিবেশের জন্য হুমকি এসব বইটভাটার কালো ধোয়ায় ক্ষতি হচ্ছে নারিকেল গাছ এবং ধানের জমি,ফসলি জমির মাটি কেটে পুকুরের ন্যায় গভীর হচ্ছে ফলে মেঘ হলেই পানি জমে যাবে,ধান কেটে বাড়িতে তোলা অসম্ভব।

সরেজমিন দেখা যায়, বিজয়নগর উপজেলায় আবাদযোগ্য কৃষি জমি থেকে রাতের আঁধারে স্কেভেটর দিয়ে মাটি  ট্রাকে করে উপজেলার বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ২৫টি  ইটভাটা থাকায় এখানে মাটির চাহিদাও বেশি।

স্থানীয়রা জানান প্রশাসনের চেয়ে শক্তি বেশি মাটি ব্যাবসায়ী সিন্ডিকেটের,তারা চুপিসারে রাতের আধারে মাটি কেটে নিয়ে যাচ্ছে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুসারে কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কাটলে অথবা অনুমোদন ছাড়া নদী বা হাওর ও চরাঞ্চল থেকে মাটি কাটা হলে দুই বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। এ আইন বলবৎ থাকলেও প্রশাসন এ ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা কিংবা মাটিখেকোদের বিরুদ্ধে উল্লেখ করার মত কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাঝে মধ্যে কিছু কিছু অভিযান পরিচালনা করলেও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। থামানো যাচ্ছেনা মাটি খেকোদের অপতৎপরতা।

সহকারী কমিশনার (ভূমি) বদলি হওয়ার পর পদটি শুন্য থাকায় নতুন করে এখনো এই দায়িত্বে যুক্ত হচ্ছে না সহকারী কমিশনার(ভূমি)।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জিয়াউল ইসলাম জানান ইটভাটার ধোয়ার কারনে ফসলি জমির ক্ষতি হচ্ছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগের ভিত্তিতে ধানের জমি নষ্ট হওয়ার কারনে ইতিমধ্যে আমরা বিভিন্ন ইটভাটার মালিককে জরিমানা করেছি।

উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান প্রতিদিন আমরা কোনো না কোন ইউনিয়নে অভিযান পরিচালনা করছি, স্পটে অপরাধী পাওয়া গেলে মোবাইল কোর্ট এ মামলা দিয়ে জরিমানা, পাওয়া না গেলে থানায় নিয়মিত মামলা দিচ্ছি।

রাজু

×