ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০১:১৪, ১৪ মে ২০২৫

সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন

ছবিঃ সংগৃহীত

রাজধানীর দক্ষিণখান থানার ট্রান্সমিটার মোড়ের বাসিন্দা প্রতিবন্ধী যুবকের ব্যবসা দখল সংক্রান্ত মানববন্ধনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম আল আমিন সরকার ওরফে শামীম আল মামুন। তিনি ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। এরই প্রতিবাদে মানববন্ধন করেছেন উত্তরা প্রেস ক্লাবের সাংবাদিকরা।

মঙ্গলবার (১৩ মে) বিকাল ৫টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড়ে অবস্থিত উত্তরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা অভিযুক্ত বিএনপি নেতা আল আমিন সরকার ও তার ভাই মইম সরকারকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে উত্তরার বসবাসরত অন্তত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে জানতে আল আমিন সরকারকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

জানা গেছে, সম্প্রতি দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় বিএনপি নেতা আল আমিন সরকারের বিরুদ্ধে নাহিদ নামের এক প্রতিবন্ধী যুবক তার পরিচালিত ইট-পাথরের ব্যবসা দখলের অভিযোগ এনে মানববন্ধন করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ফেসবুকে শেয়ার দেন উত্তরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম মজুমদার। এতে ক্ষুব্ধ হয়ে ওই সাংবাদিককে হুমকির অডিও পাঠান বিএনপি নেতা আল আমিন সরকার ও তার অনুসারীরা।

ইমরান

×