
ছবিঃ সংগৃহীত
আপনাদের পরিশ্রম আর ঘামে সোনার ফসল ঘরে উঠেছে, যেখানে ধান রোপণ থেকে ঘরে তোলা পর্যন্ত আপনাদের স্কুল-কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের কাজে লাগিয়েছেন। যেকারণে তারা তাদের একাডেমি কার্যক্রম ঠিকমতো চালাতে পারেনি। ধান যেহেতু পুরোপুরি ঘরে তুলতে পেরেছেন তাই মাথায় রাখবেন ডিসেম্বর পর্যন্ত ছেলেমেয়েরা যেন আর স্কুল কামাই না করে।
মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জের তাহিরপুরে ফসল কর্তন সমাপনী উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
তিনি আরও বলেন, বন্যা ও পাহাড়ি ঢলের ঝুঁকি থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় হাওরের বোরো ধান শতভাগ কর্তন সম্ভব হয়েছে। তাছাড়া হাওরে বোরো ধানের বাম্পার ফলন শুধু সুনামগঞ্জই নয় বরং দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতির জন্যও সহায়ক।
উপজেলা সদর লাগোয়া শনির হাওর পাড়ে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম। এসময় স্থানীয় কৃষক, রাজনীতিবিদ ও সমাজের বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল, আনিসুল হক, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খাঁন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী, জেলা বিএনপি নেতা শেরেনূর আলী, কৃষি উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সাংবাদিক দেওয়ান গিয়াস উদ্দিন চৌধুরী ও বাবরুল হাসান বাবলু প্রমূখ।
এছাড়াও প্রান্তিক কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন সাফায় মিয়া ও জহুর আলম। শেষে কৃষক ও তাঁদের ছেলেমেয়েদের মধ্যে ছাতা, ব্যাগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
ইমরান