
ছবি: সংগৃহীত
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরপরই মঙ্গলবার (১৩ মে) পরিবারসহ গিয়েছেন ভারতের বৃন্দাবনে। তার সঙ্গে ছিলেন স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা এবং তাদের দুই সন্তান। এই সফরে তারা আশ্রয় নেন প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে।
সাদা পোশাক ও মুখে মাস্ক পরে কোহলিকে দেখা যায় আশ্রম চত্বরে। একইভাবে আনুষ্কাও ছিলেন মাস্কে ঢাকা। পরিবারের সবাই মিলে একটি সাদা রঙের গাড়িতে করে বৃন্দাবনে পৌঁছান। আশ্রমে গিয়ে কোহলি-দম্পতি শোনেন প্রেমানন্দ মহারাজের উপদেশ। সেই সময় আনুষ্কার চোখে জলও দেখা যায়, যা ছিল এক আবেগঘন মুহূর্ত।
আশ্রমে মহারাজ কোহলিকে জিজ্ঞেস করেন, “তুমি কি খুশি?” উত্তরে কোহলি বিনয়ের সঙ্গে বলেন, “হ্যাঁ”। এমন উত্তর থেকেই অনেকেই ধারণা করছেন, মাঠের বাইরের এই শান্তির খোঁজেই হয়তো এবার নিজেকে কিছুটা গুটিয়ে নিচ্ছেন বিরাট।
এর আগেও একাধিকবার কোহলির বৃন্দাবন সফর হয়েছে। চলতি বছরের জানুয়ারিতেও তিনি সেখানে যান অস্ট্রেলিয়া সিরিজের পর। ধারাবাহিকভাবে বিভিন্ন ধর্মীয় স্থানেও দেখা গেছে কোহলি-আনুষ্কাকে, যা তাদের আধ্যাত্মিক অনুরাগের প্রতিফলন।
অবসর ঘোষণার পর কোহলির এই সফরকে অনেকে দেখছেন মানসিক প্রশান্তি এবং আত্মশুদ্ধির এক প্রয়াস হিসেবে। যদিও ১৭ মে থেকে আবার আইপিএল শুরু হচ্ছে, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে দেখা যাবে কোহলিকে।
২০১১ সালে টেস্টে অভিষেকের পর ১২৩টি ম্যাচে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন তিনি। রয়েছে ৩০টি শতক ও ৩১টি অর্ধশতক। ভারতীয় ক্রিকেট ইতিহাসে তিনি নিঃসন্দেহে এক অনন্য নাম। তবে খেলা ছাড়ার পরও মানুষের হৃদয়ে কোহলির উপস্থিতি ঠিকই রয়ে যাবে — এক ব্যাটসম্যান থেকে এখন এক শান্তিপ্রিয়, আধ্যাত্মিক মানুষ হয়ে ওঠার যাত্রায় তিনি।
এসএফ