ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আনচেলত্তিকে নিয়ে হেক্সা জয়ের স্বপ্ন ব্রাজিলের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২৯, ১৪ মে ২০২৫

আনচেলত্তিকে নিয়ে হেক্সা জয়ের স্বপ্ন ব্রাজিলের

নতুন কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে ফের বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছে ব্রাজিল

ফুটবলের দেশ হিসেবে পরিচিত ব্রাজিল। গত পাঁচটি বিশ^কাপে শিরোপা তো দূরের কথা একটি ফাইনালেও উঠতে পারেনি তারা। একবার শেষ চারে উঠলেও বাকি চারবার বিদায় নিয়েছে শেষ আট থেকে। কিন্তু বিশ^ ফুটবলে এবার  নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নিলেন ব্র্রাজিল দলের। এতে নতুন করে হেক্সা মিশনের স্বপ্ন দেখছে ব্রাজিল!
তবে ইতিহাস বলছে, বিদেশী কোচ নিয়ে কেউ কখনো বিশ্বকাপ জিততে পারেনি। তারপরও ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত নিয়োগের বিষয়টি নিজেদের এক্স-হ্যান্ডেলে এক পোস্টে জানানো হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনালদোর সেই পোস্টেই যেন হেক্সা মিশনের কথাটাই উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, ‘কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়ে আসা শুধু একটি কৌশলগত পদক্ষেপ নয়, আমরা যে আবারও শীর্ষে ফিরে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, বিশ্বের প্রতি এটি একটি বার্তাও। একসঙ্গে আমরা ব্রাজিলিয়ান ফুটবলের নতুন গৌরবময় অধ্যায় রচনা করব।’
আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে সফল হওয়ার তিনটি কারণ তুলে ধরেছে সংবাদ সংস্থা এএফপি। প্রথম কারণ হিসেবে ঠান্ডা মাথার কোচ বলা হয়েছে তাকে। পেশাদার ফুটবলে কোচদের কাজটাই চাপের। এই চাপপূর্ণ কাজেও শান্ত ও উষ্ণ একটা চরিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আনচেলত্তি। ক্লাব ফুটবলে অন্যতম সফল কোচ তিনি। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ কিংবা এসি মিলান সবখানেই পেয়েছেন সাফল্য।
দ্বিতীয় কারণ হিসেবে খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। বারবার চোটের কারণে ২০২৬ বিশ^কাপ না খেলার আশঙ্কা রয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। এ ক্ষেত্রে ব্রাজিলের মূল স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে ভিনিসিয়ুস জুনিয়রকেই। ভিনি বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলছেন।

আর এই ক্লাব থেকে গিয়েই ব্রাজিল দলের হাল ধরবেন কোচ আনচেলত্তি। শুধু ভিনিই নন, রিয়ালে আছেন ব্রাজিলের রদ্রিগো গোস, এদের মিলিতাও এবং এন্দ্রিকও। ফলে আনচেলত্তির এই জানাশোনার ব্যাপারটা ব্রাজিলের ভালো করার জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
ব্যক্তিগত চ্যালেঞ্জকে তৃতীয় কারণ হিসেবে তুলে ধরেছে সংবাদ মাধ্যমটি। বলা হয়েছে, আনচেলত্তিই একমাত্র কোচ যিনি ইউরোপীয় বড় পাঁচটি লিগের সব কটিই জিতেছেন। খেলোয়াড় হিসেবে দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন এসি মিলানের হয়ে। কোচ হিসেবেও সেখানে দুই বার চ্যাম্পিয়ন হয়েছেন। আর রিয়ালের হয়েও জিতেছেন তিনটি চ্যাম্পিয়নস লিগ। ফলে, ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলের ডাগআউটে থাকাটা তার সফল কোচিং ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করবে।

×