ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

‘দেখা হবে ওয়েম্বলিতে’

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২৪, ১৪ মে ২০২৫

‘দেখা হবে ওয়েম্বলিতে’

শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে আলো ছড়িয়ে চলেছেন হামজা চৌধুরী

ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে চোখ ধাঁধানো পারফরমেন্স অব্যাহত রেখেছেন বাংলাদেশ তারকা হামজা চৌধুরী। সোমবার রাতেও চ্যাম্পিয়নশিপ প্লেঅফের ম্যাচে দারুণ খেলেছেন ডিফেন্সিভ এই মিডফিল্ডার। তাতে করে দুই লেগ মিলিয়ে ৬-০ গোলের বড় জয়ে আসরের ফাইনালেও উঠে গেছে শেফিল্ড। 
প্রথম লেগেই কাজ অনেকটা সেরে রেখেছিল শেফিল্ড ইউনাইটেড। দ্বিতীয় লেগে বাকিটুকু শেষ করেছে একই দাপটে। ব্রিস্টল সিটিকে দুই লেগে বিধ্বস্ত করে ইংলিশ চ্যাম্পিয়নশিপ প্লেঅফ ফাইনালে পৌঁছে গেল দলটি। প্লেঅফ সেমিফাইনালের প্রথম লেগে ব্রিস্টলের মাঠে ৩-০ গোলে জিতে আসা শেফিল্ড ফিরতি লেগে ঘরের মাঠে জিতেছে একই ব্যবধানে। একতরফা লড়াইয়ে ৬-০ গোলের অগ্রগামিতায় তারা পৌঁছে যায় প্লেঅফ ফাইনালে।

ফাইনাল জিতলেই তারা ফিরতে পারবে আগামী মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে। শেফিল্ডকে নিয়ে বাংলাদেশে বাড়তি আগ্রহের কারণ, এই ক্লাবের হয়েই খেলছেন হামজা। সেমিফাইনাল প্লেঅফের দুই লেগেই রাইট ব্যাক হিসেবে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশের হয়ে একটি ম্যাচ খেলা তারকা।
প্রথম লেগে জয়ের পর সামাজিক মাধ্যমে হামজা লিখেছিলেন, ‘অর্ধেক কাজ হয়ে গেল, সবার সঙ্গে দেখা হবে সোমবার।’ দ্বিতীয় লেগে বাকি অর্ধেক কাজ শেষ করার পর ২৭ বছর বয়সী তারকার প্রতিক্রিয়া, ‘আলহামদুলিল্লাহ! কী উপভোগ্য এক রাত! আরেকটি বড় প্রচেষ্টা বাকি। সবার সঙ্গে দেখা হবে ওয়েম্বলিতে।’ চ্যাম্পিয়নশিপ প্লেঅফের ফাইনাল হবে ২৪ মে লন্ডনের ঐতিহাসিক লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে প্রতি মৌসুমে প্রিমিয়ারে জায়গা করে নেয় তিনটি দল। শীর্ষে থাকা দুই দল সরাসরি উঠে যায় প্রিমিয়ারে। তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দল প্লেঅফ সেমিফাইনাল ও ফাইনাল খেলে নিজেদের মধ্যে। এখানে জয়ী দল প্রিমিয়ারে উন্নীত হয় তৃতীয় দল হিসেবে। এবার সরাসরি প্রিমিয়ারে উঠেছে লিডস ইউনাইটেড ও বার্নলি। শেফিল্ড ছিল তৃতীয়। ফাইনালে শেফিল্ডের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি সিটির লড়াইয়ে জয়ী হওয়া দল। প্রথম লেগে কভেন্ট্রির মাঠে ২-১ ব্যবধানে জিতে এগিয়ে আছে সান্ডারল্যান্ড। দ্বিতীয় লেগ মঙ্গলবার।
গত মৌসুমে ৩৮ ম্যাচের মধ্যে তিনটিতে জিতে প্রিমিয়ার থেকে অবনমন হয় শেফিল্ডের। এক মৌসুম পরই আবার ফেরার দুয়ারে তারা। শেফিল্ড শেষ পর্যন্ত প্রিমিয়ারে উঠতে পারলেও হামজা কোথায় খেলবেন, সেটি নিশ্চিত নয় এখনও। তার মূল ক্লাব লেস্টার সিটি। গত জানুয়ারিতে তিনি মৌসুমের বাকি সময়টার জন্য ধারে খেলতে আসেন শেফিল্ডে। 
প্রিমিয়ার লিগ থেকে এবার অবনমন নিশ্চিত হয়ে গেছে লেস্টারের। শেফিল্ডের হয়ে ধারে খেলে যেভাবে পারফর্ম করেছেন ও দর্শকপ্রিয়তা অর্জন করেছেন হামজা; তাতে তাকে ধরে রাখতে চেষ্টা করতেও পারে ক্লাবটি। উল্লেখ্য, গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামেও প্রীতি ম্যাচে খেলবেন।

×