
সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল ম্যাচ সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশের তরুণ ফুটবলাররা
ভুটানের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ সাফ ফুটবলের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। মঙ্গলবার মালদ্বীপ-ভুটান ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবেই ফাইনালের টিকেটের লড়াইয়ে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার যেখানে তাদের প্রতিপক্ষ ভারত অথবা নেপাল।
শনিবার ভুটানকে উড়িয়ে দেওয়ার পর সোমবার বিশ্রামে থাকা বাংলাদেশের ফুটবলাররা মঙ্গলবার অরুণাচলে স্থানীয় নেরিস্ট গ্রাউন্ডে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। মেগা সেমিফাইনাল সামনে রেখে সিরিয়াস গোলাম রাব্বানি ছোটনের দল। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ভুটানকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। দৃষ্টিনন্দন গোলে দলকে এগিয়ে নেন মুর্শেদ আলী।
ভুটানের রক্ষণে সেই চাপ ধরে রেখেই ব্যবধান দ্বিগুণ করেন সুমন সরেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৩-০ করেন ফয়সাল। ‘ছেলেরা তাদের শতভাগ দিয়ে আজকে ৩ পয়েন্ট অর্জন করেছে। এটা আমার বিশ্বাস ছিল যে, ছেলেরা আসলে এটা করতে পারবে। এবং ছেলেরা তাদের দেশপ্রেম থেকে তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলে নাইন্টি মিনিটস গেমস ডমিনেট করেই তারা জয়লাভ করেছে।
এখন আমাদের লক্ষ্য ফাইনাল’ বলছিলেন ছোটন। সেমিতে প্রতিপক্ষ যেই হোক যুবাদের লক্ষ্য শুরুতেই গোল করে এগিয়ে যাওয়া,‘আমাদের পরিকল্পনা প্রথমার্ধে গোল করে এগিয়ে যাওয়া। যেভাবেই হোক গোল বের করতে হবে। গোল করতে পারলে কোচের নির্দেশনা অনুযায়ী আমরা পরিকল্পনা বদলে ফেলি। খেলায় এগিয়ে থাকলে একটু নিচে নেমে খেলি।
রক্ষণে মনোযোগ দিয়ে প্রতি আক্রমণে খেলার চেষ্টা করি। আর এখানে আবহাওয়াটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন আমরা ভালোভাবেই মানিয়ে নিয়েছি।’ বলছিলেন তারকা ফরোয়ার্ড মুর্শেদ আলী।
ভুলত্রুটি নিয়েও চলছে বিশ্লেষণ,‘গত দুই ম্যাচে আমরা যেভাবে খেলেছি সেখান থেকে ভিডিও সেশন করে আমরা ভুল-ত্রুটি বের করেছি।’