ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

নতুন পেস বোলিং কোচ শন টেইটকে নিয়ে উচ্ছ্বসিত টাইগার অলরাউন্ডার

নাম্বার ওয়ান হতে চান মিরাজ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২২, ১৪ মে ২০২৫

নাম্বার ওয়ান হতে চান মিরাজ

মিরাজ

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার ডাবল কীর্তি গড়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এই রেকর্ড গড়ায় টাইগার অলরাউন্ডারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। 
মঙ্গলবার মিরপুরে সম্মাননা নিতে মিরাজ গণমাধ্যমকে নতুন পেস বোলিং কোচের প্রশংসা করেছেন এবং জানিয়েছেন, টেস্টে এক নম্বর অলরাউন্ডার হলে আরও ভালো লাগবে। ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি, বিপরীতে ৪০০ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে বিশ^সেরা অলরাউন্ডার হলেও সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হবেন মিরাজ।
২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। সত্যি কথা বলতে, এক নম্বর হতে পারলে আরও ভালো লাগবে। আর এখানে আসার কারণ হলো সব সময়ই যে কোনো মাঠে আমাদের সমর্থন করে। ২০০ উইকেট ও ২০০০ রান করার জন্য আজ তারা আমাকে সংবর্ধনা দিচ্ছে।’ টেস্টে নিজের ক্যারিয়ার নিয়ে মিরাজ বলেন, ‘আমার ক্যারিয়ার সবে শুরু হয়েছে। লক্ষ্য তো অবশ্যই অনেক ওপরে যাওয়ার।

দিন শেষে অনেক লম্বা পথ যেতে হবে। নিজেকে ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফর্ম্যান্স করতে হবে। ওইভাবে অনেক বড় (৪০০ উইকেট, ৫ হাজার রান) চিন্তা করছি না। ছোট ছোট লক্ষ্য ধরে এগোনোর চেষ্টা করছি।’
তার ওপরে আছেন দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম (২২৮) ও সাকিব (২৪৬)। ক্যারিয়ার শেষে তাদের ছাড়িয়ে যেতে পারলে ভালো লাগবে বলেও জানিয়েছেন তিনি। মিরাজ বলেছেন, ‘এ রকম মাইলফলক (টেস্টে দেশের সর্বোচ্চ উইকেট) হলে তো অবশ্যই ভালো লাগবে। বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে সেটা আরও ভালো লাগার বিষয়। আর সেটা যদি যে কোনো একটা সংস্করণ হয় ভালো লাগার বিষয়।

আসলে শর্টকাটের কিছু নেই। লম্বা পথ পাড়ি দিতে হবে। সেটাই চেষ্টা করছি।’ এদিকে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শন টেইট। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪২ বছর বয়সী এই কোচ চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন। টাইগার পেসারদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত টেইট নিজেও। বাংলাদেশ ক্রিকেটে যে নতুন যুগের সূচনা হয়েছে তা থেকে ভালো ফল এনে দিতে চান তিনি।

বিশেষ করে তরুণ পেসারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন। নতুন বোলিং কোচ শন টেইটের প্রশংসা করে মিরাজ বলেন, ‘চিটাগং কিংসের অধিনায়ক থাকার সময় বিপিএলে শন টেইট কোচ ছিল। তার সঙ্গে কাজ করেছি। মানুষ হিসেবে সে অনেক ভালো, অনেক কাইন্ড এবং হেল্পফুল। তাকে কোচ হিসেবে দায়িত্ব দেওয়াটা আমাদের জন্য ইতিবাচক দিক।’
উল্লেখ্য, শন টেইট অস্ট্রেলিয়ার হয়ে তিন টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি২০ ম্যাচ খেলেছেন। ২০০৭ বিশ্বকাপজয়ী দলের অংশও ছিলেন। কোচ হিসেবে এর মধ্যেই পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দায়িত্ব পালন করেছেন।

×