ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ইরানের হুঁশিয়ারি: ইসরায়েলে একযোগে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়া হবে

প্রকাশিত: ০২:৫৪, ১৪ মে ২০২৫; আপডেট: ০২:৫৯, ১৪ মে ২০২৫

ইরানের হুঁশিয়ারি: ইসরায়েলে একযোগে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়া হবে

ছবি আলজাজিরা

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর প্রধান কমান্ডার হোসেইন সালামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করে, তাহলে তারা একযোগে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে প্রস্তুত।

ইরানের মাশহাদ শহরে এক ভাষণে সালামি বলেন, তোমরা তো সহ্য করতে পারছো না এমন একটি ক্ষেপণাস্ত্র যেটা কোনো গুরুত্বপূর্ণ স্থানে লাগেওনি।
তার এই বক্তব্য গত সপ্তাহে ইয়েমেন থেকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানার ভেতরে একটি রাস্তায় পড়ার ঘটনার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

সালামি আরও বলেন, আমরা যদি তোমাদের মাথার ওপর একসঙ্গে ৬০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে দিই, ধরো তার ১০০টি ভূপাতিত করেছো, তাহলে বাকি ক্ষেপণাস্ত্রগুলোর কী হবে?

উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুথি ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকেই দায়ী করেছেন এবং এর কঠিন জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের দাবি, হুথি বিদ্রোহীদের অস্ত্র ও নির্দেশনা দিয়ে সহায়তা করছে তেহরান।

এসএফ

আরো পড়ুন  

×