ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

দুমকি চেক টোলপ্লাজা থেকে দুই ভুয়া ‌র‍্যাব সদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী।।  

প্রকাশিত: ১০:৫২, ১৪ মে ২০২৫

দুমকি চেক টোলপ্লাজা থেকে দুই ভুয়া ‌র‍্যাব সদস্য গ্রেপ্তার

পটুয়াখালী-ঢাকা মহাসড়কের পায়রা সেতুর টোলপ্লাজায় চেকপোস্ট এলাকা থেকে দুজন ভুয়া র‌্যাব সদস্যকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে  দুমকি থানার পুলিশ তাদের আটক করে। আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো পায়রা সেতুর টোলপ্লাজায় দুমকি থানার এসআই ফরিদ উদ্দিন টহল দল নিয়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করছিলেন। 

রাত সাড়ে ৯টার দিকে বরিশালের দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে তল্লাশির জন্য সিগন্যাল দেয় পুলিশ। মাইক্রোবাসে থাকায় ৬ জন যাত্রীর মধ্যে দুজনকে নামিয়ে তাদের ব্যাগ তল্লাশি শুরু করলে মাইক্রোবাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়। 

এসময় ওই দুই যাত্রী পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে তিনটি র‌্যাবের পোশাক, দুটি খেলনা সাদৃশ্য পিস্তল, একটি ওয়াকি-টকি, ৫টি মোবাইলফোন, একটি হ্যান্ডকাফ, দুটি গাড়ির নম্বর প্লেট, একটি প্লায়ার্স (প্লাস) ও একটি স্ক্র ড্রাইভার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- আল আমিন দুয়ারি ও দুই জন তারেক ব্যাপারী। এদের মধ্যে আল-আমিন দুয়ারির বাড়ি বাউফলের সূর্যমনি ইউনিয়নের গুলবাগ গ্রামে। তার বাবার নাম  মৃত বারেক দুয়ারি।  

আর তারেক ব্যাপারী, বাবার নাম  কাশেম ব্যাপারী, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।

বাউফলের আলআমিনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ধরনের ৯ টি মামলা রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত পরে জানাবেন।

সজিব

×