ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

অপারেশন সিন্দুরের পর শেয়ারবাজারে ধাক্কা খেল চীন

প্রকাশিত: ১৫:০৪, ১৪ মে ২০২৫; আপডেট: ১৫:৩১, ১৪ মে ২০২৫

অপারেশন সিন্দুরের পর শেয়ারবাজারে ধাক্কা খেল চীন

ছবি :সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ারবাজারে। পাকিস্তানের বিরুদ্ধে সফল সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’-এর ঘোষণার পরপরই চীনের শীর্ষ প্রতিরক্ষা কোম্পানি Avic Chengdu Aircraft–এর শেয়ারের দাম দুই দিনে ৯ শতাংশের বেশি পড়ে গেছে।

Avic Chengdu কোম্পানিটি J-10 যুদ্ধবিমান তৈরি করে, যেগুলো পাকিস্তানের বিমানবাহিনী ব্যবহার করেছে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

মঙ্গলবার (১৩ মে) ভারতের প্রধানমন্ত্রীর ভাষণের পর চীনা প্রতিরক্ষা শিল্পে ব্যাপক শেয়ার বিক্রি শুরু হয়। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা খাতের শেয়ারগুলোর দর উল্টো বাড়তে থাকে। সোমবারের সর্বোচ্চ দাম থেকে Avic Chengdu–এর শেয়ার ৯.৪ শতাংশ কমে যায়। মঙ্গলবার দিন শেষে দাম দাঁড়ায় ৮৮.৭৪ ইউয়ান, যা আগের দিনের চেয়ে ৭ শতাংশ কম।

অথচ, মে মাসের শুরুতে অপারেশন সিন্দুর ঘোষণার পর মাত্র কয়েক দিনের ব্যবধানে কোম্পানির শেয়ারের দাম ৬০ শতাংশ বেড়ে যায়।

শেয়ারদরে বড় ওঠানামা, বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ

শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, এতো দ্রুত দাম বাড়ার পর এখন বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। ফলে আবারও শেয়ারের দাম কমতে পারে।

ভারতের আনন্দ রাঠি গ্রুপের টেকনিক্যাল রিসার্চ বিভাগের সিনিয়র ম্যানেজার গণেশ ডোংরে বলেন, “Avic Chengdu–এর শেয়ার এখন অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। দাম ৯০ থেকে ৯৫ ইউয়ানের মধ্যে আটকে গেছে। এই জায়গা পেরোতে না পারায়, এখন দাম কমার সংকেত দেখা যাচ্ছে।”

তিনি আরও বলেন, “এখন যাঁরা লাভে আছেন, তাঁরা চাইলে মুনাফা তুলে নিতে পারেন। নতুন করে যাঁরা কিনতে চান, তাঁদের ৬৫ থেকে ৭০ ইউয়ানের মধ্যে দাম নামার অপেক্ষা করতে হবে।”

একই ধরনের মত দিয়েছেন লক্ষ্মীশ্রী ইনভেস্টমেন্টের গবেষণা প্রধান অংশুল জৈন। তিনি বলেন, “অল্প সময়ের মধ্যে দাম ৭৩ ইউয়ন থেকে ৯৭.৫৫ ইউয়ানে উঠে যায়। এটা খুবই দ্রুত উত্থান। এখন দাম আবার কমে পুরনো জায়গায় ফেরার সম্ভাবনা আছে।”

জৈনের পরামর্শ, “যদি ৭৩ ইউয়ানের কাছাকাছি শেয়ার গিয়ে স্থির হয়, তখন সেটাই নতুন করে বিনিয়োগের ভালো সুযোগ হতে পারে।”

 

সূত্র - https://ln.run/xsIS4

সা/ই

×