ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ভারতের রাজস্থান সীমান্তে নিরাপত্তা জোরদার; পাকিস্তানি সিম নিষিদ্ধ

প্রকাশিত: ১৬:২৭, ১৪ মে ২০২৫

ভারতের রাজস্থান সীমান্তে নিরাপত্তা জোরদার; পাকিস্তানি সিম নিষিদ্ধ

ছবি: সংগৃহীত।

ভারত-পাকিস্তান সীমান্তে গুপ্তচরবৃত্তির আশঙ্কায় রাজস্থান সরকার কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা জয়সালমির ও শ্রীগঙ্গানগরে পাকিস্তানি মোবাইল সিম ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

প্রশাসনের এক কর্মকর্তা জানান, সম্প্রতি পাকিস্তান সীমান্তে তাদের মোবাইল টাওয়ারের আওতা বাড়িয়েছে, ফলে ভারতের ভেতর থেকেও পাকিস্তানি সিগনাল পাওয়া যাচ্ছে। এতে অবৈধ যোগাযোগ বা তথ্য পাচারের আশঙ্কা তৈরি হয়েছে।

জয়সালমিরের জেলা ম্যাজিস্ট্রেট প্রতাপ সিংহ বলেন, “সীমান্তবর্তী এলাকায় কেউ পাকিস্তানি সিম ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

শ্রীগঙ্গানগর জেলার প্রশাসনও একই রকম নিষেধাজ্ঞা জারি করেছে।

সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকার গ্রামগুলোতে বহিরাগতদের চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে। সীমান্তরক্ষা বাহিনী (BSF) ও স্থানীয় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

BSF-এর ডেপুটি কমান্ডেন্ট মহেশ চন্দ্র জাত স্থানীয় বাসিন্দাদের ড্রোন নিয়ে সচেতন করেন। তিনি জানান, “সীমান্তপারে থেকে ড্রোন পাঠানো বাড়তে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। ড্রোন কীভাবে কাজ করে এবং কীভাবে বিপদ ডেকে আনতে পারে তা জনগণের বোঝা জরুরি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জয়পুর, আলওয়ার, কোটা, আজমেরসহ সীমান্তবর্তী জেলাগুলোকে স্পর্শকাতর (সেনসিটিভ) ঘোষণা করা হয়েছে। সেখানে সম্ভাব্য বিমান হামলার আশঙ্কা রয়েছে।

এর ফলে সিভিল ডিফেন্স বিভাগের নির্দেশে এসব এলাকায় বৈদ্যুতিক সাইরেন বসানো হবে, যেগুলো একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে চালু করা যাবে।

বুধবার আবারও জয়পুরের স্বাই মানসিং স্টেডিয়ামে বোমা হামলার হুমকি আসে। একই রকম হুমকি দেওয়া হয় প্রতাপগড় মিনি সচিবালয় ও বারান জেলা প্রশাসনকে।

এই হুমকি ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়, যেখানে জয়পুরের SMS হাসপাতালকেও টার্গেট হিসেবে উল্লেখ করা হয়। পুলিশ সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় প্রেরককে শনাক্তের চেষ্টা করছে।

তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সীমান্তবর্তী জেলাগুলোর বাজার ও দোকানপাট খুলেছে, এবং সাধারণ জীবনযাত্রা আবারও শুরু হয়েছে।

বিমান চলাচলও আবার শুরু হয়েছে। বিকানের, জোধপুর ও কিশনগড় বিমানবন্দর থেকে ফ্লাইট চালু হয়েছে।

বুধবার এক বেসরকারি বিমান সংস্থা কিশনগড় থেকে হায়দরাবাদ, পুনে, লখনউ, হিন্দন, নানদেদ ও বেঙ্গালুরুতে ফ্লাইট চালু করেছে। বিমানবন্দর পরিচালক বি এল মীনা জানান, “বৃহস্পতিবার থেকে ইন্ডিগোর ফ্লাইটও বিকানের থেকে শুরু হবে।”

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সীমান্তের স্কুলগুলোতে পরীক্ষা নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। তাই শিক্ষা বিভাগ নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশিকা জারি করেছে।

নুসরাত

×