ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কর্নেল সোফিয়া কুরেশি ‘সন্ত্রাসীদের বোন’, বললেন বিজেপি নেতা

প্রকাশিত: ১৮:১৩, ১৪ মে ২০২৫

কর্নেল সোফিয়া কুরেশি ‘সন্ত্রাসীদের বোন’, বললেন বিজেপি নেতা

ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ায় সমালোচনার মুখে পড়েছেন ভারতের একজন জ্যেষ্ঠ মন্ত্রী। এক জনসভায় কাশ্মীর হামলাকারীদের সাথে কুরেশিকে যুক্ত করে বক্তব্য দেন তিনি।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাত দিয়ে জিও নিউজ জানায়, রায়কুন্ডা গ্রামে একটি জনসভায় পাকিস্তান-ভারত সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ভারতীয় সামরিক পদক্ষেপ ‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনা করছিলেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। 

 
এ সময় তিনি কর্নেল কুরেশিকে পহেলগাম আক্রমণকারীদের ‘সিস্টার’ বলে উল্লেখ করেন। তার এই ‘উস্কানিমূলক’ মন্তব্যের পর ভারতজুড়ে তীব্র নিন্দার জন্ম দিয়েছে।

কর্নেল সোফিয়া কুরেশি, যিনি ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা প্রায়ই পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে অপারেশন সিন্দুরের সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত থাকতেন।

এই ঘটনার পর বিরোধী কংগ্রেস দল বিজয়ের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারী রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একজন কর্মরত সামরিক কর্মকর্তার বিরুদ্ধে সাম্প্রদায়িক ও লিঙ্গভিত্তিক ভাষা ব্যবহারের জন্য শাহের সমালোচনা করেছেন।
 
ভাষণের একটি ভিডিও শেয়ার করে পাটোয়ারী বিজয়ের পদত্যাগ দাবি করেছেন এবং বিজেপিকে এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।
 
এরপর বিজয় শাহ তার এই মন্তব্যের জন্য বার বার ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

বিজয় বলেন, ‘সিস্টার সোফিয়া জাতি ও ধর্মের ঊর্ধ্বে উঠে ভারতের গৌরব বয়ে এনেছেন। তিনি আমাদের নিজের বোনের চেয়েও বেশি সম্মানিত। জাতির প্রতি তার সেবার জন্য আমি তাকে স্যালুট জানাই। আমরা স্বপ্নেও তাকে অপমান করার কথা ভাবতে পারি না। তবুও, যদি আমার কথা সমাজ ও ধর্মকে আঘাত করে থাকে, তাহলে আমি দশবার ক্ষমা চাইতে প্রস্তুত।’

এর আগে বিজয় পহেলগামে হামলার সাথে অপারেশন সিন্দুরের একটি যোগসূত্র তুলে ধরেন, যেখানে ২৬ জন নিহত হন। কর্নেল কুরেশির কথা স্পষ্টভাবে উল্লেখ করে তিনি দাবি করেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের (সন্ত্রাসীদের) সম্প্রদায়ের একজন বোনকে ভারতীয় বিমান বাহিনীর বিমানে পাঠিয়েছেন। তাদের একটি শিক্ষা দিতে।’

 

সূত্রঃ এনডিটিভি 

রিফাত

×