
ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে কারাগার থেকে জাতির উদ্দেশ্যে সতর্কবার্তা দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার বার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি অবিশ্বাসযোগ্য ও প্রতিশোধপরায়ণ বলে আখ্যা দিয়েছেন।
জেলে বন্দী অবস্থায় ইমরান খানের সঙ্গে দেখা করতে যান তার বোন আলিমা খান। তার মাধ্যমেই ইমরানের এই বার্তা পৌঁছায় পাকিস্তানের জনগণের কাছে। পরে ইমরান খানের ‘এক্স’ হ্যান্ডেল থেকেও এই বার্তা প্রকাশ করা হয়। যদিও ইমরান সরাসরি সেই হ্যান্ডেল নিয়ন্ত্রণ করছেন না, তবুও ডনের মতো পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম তার বোনের উদ্ধৃতি দিয়ে বার্তা নিশ্চিত করেছে।
ইমরান খান বলেন, “মোদিকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। অতীতে সে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, এবারও করবে। এখন ধাক্কা খেয়ে কিছুটা চুপ থাকলেও তার ভেতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। সুযোগ পেলেই মোদি ছোবল দেবে।”
ভারতের আগ্রাসী মনোভাবের বিষয়ে ইমরান আরও বলেন, "ভারতের অতীত আচরণ, বিশ্বাসভঙ্গ এবং কাপুরুষোচিত হামলা থেকে পাকিস্তানকে সতর্ক থাকতে হবে। এখন দ্রুত সিদ্ধান্ত ও প্রস্তুতি নেওয়ার সময়।"
চমকপ্রদভাবে, এই বার্তায় ইমরান খান পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন, “এই দেশ আমার, সেনাবাহিনীও আমার। আমাদের সেনারা আকাশ ও স্থলপথে মোদিকে প্রতিহত করেছে।” তিনি দাবি করেন, ভারতের হামলায় সাধারণ পাকিস্তানি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে পাকিস্তান বিমান বাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশংসা করেন।
ইমরানের মতে, এই সংকটময় সময়ে ভারতের মতো রাজনৈতিক ঐক্য না থাকলেও পাকিস্তানের শাসকগোষ্ঠী উচিত সুযোগ কাজে লাগিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা। তিনি বলেন, "এমন সময়ে সরকার ও সেনাবাহিনীর উচিত ছিল রাজনৈতিক প্রতিহিংসা ভুলে জাতিকে একত্র করা। বরং উল্টোভাবে রাজনৈতিক বিরোধিতা বজায় রেখেছে বর্তমান সরকার।"
তার পরেও, কারাগারে থেকেও ইমরান খান যে দেশের স্বার্থে কথা বলছেন, সেনাবাহিনীর প্রশংসা করছেন— তা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ব্যাখ্যা করেছেন অনেকেই। রাজনৈতিকভাবে দমন করা হলেও, এমন পরিস্থিতিতে জাতির পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার মধ্য দিয়ে ইমরান খান তার দেশপ্রেম ও নেতৃত্বগুণ আবারও প্রমাণ করেছেন।
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=fgJz2w-Bzis
এম.কে.