
প্রতারনার শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী এলাকার এক পরিবার। বুধবার (১৪ মে) বিকালে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরুনীবাড়ী মাঝাপাড়া গ্রামের নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন প্রতারনার শিকার ওই পরিবার।
এসময় বিস্তারিত তুলে ধরেন ওই ভুক্তভোগী পরিবারের আমাষু চন্দ্র রায়, তার স্ত্রী দয়া রানী, তার ছেলে লোকনাথ রায় ও ছেলের বউ মমিতা রানী। তিনি অভিযোগ করে বলেন ‘১২ বছর আগে তিনি পরশুরাম নামের এক ব্যক্তির কাছ থেকে ১৩ শতক জমি কেনার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। পরশুরাম জমির দখল দিলেও দলিল করে দেন মাত্র সাড়ে ৬ শতক। বাকি জমির দলিল না দেওয়ায় বিপাকে পড়েন তিনি। এ সুযোগে প্রতারক জেলা সদরের লক্ষ্মীচাপ কচুয়া চৌরঙ্গী এলাকার সাক্তার আলীর ছেলে বেলাল ও তরুনীবাড়ি মাঝাপাড়া গ্রামের সুশেন রায়ের ছেলে নরেশ রায় বাকী জমি দলিল করে দেয়ার কথা বললে পরিবারটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ৫০ হাজার টাকা তুলে দেন তাদের হাতে। কিন্তু বেলাল ও নরেশ সেই টাকা আত্মসাৎ করেন এবং জমি বুঝিয়ে না দিয়ে উল্টো ওই জমি বেলাল নিজের স্ত্রীর নামে লিখে নেন। দলিলপত্রে শনাক্তকারী স্বাক্ষর হিসেবে নরেশের নাম রয়েছে।’ ঘটনা জানতে পেরে পরিবারটি বেলাল ও নরেশের কাছে টাকা ফেরত চায়। কিন্তু তারা টাকা না দিয়ে উল্টো গালিগালাজ ও গুম করার হুমকি দিয়েছে। এমনকি আমাদের বসতভিটা জোড়পূর্বক দখল করে আমাদের প্রাণনাশেরও হুমকী প্রদান করে। ফলে অসহায় হয়ে পরিবারটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনগত সহায়তা দাবি করেন।
এদিকে সংবাদ সম্মেলন শেষে কচুয়া চৌরঙ্গী বাজারে বেলাল ও নরেশের বিচারের চেয়ে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ বিষয়ে অভিযুক্ত বেলাল ও নরেশের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তারা মোবাইল রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নোভা