
ছবি- দৈনিক জনকণ্ঠ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় ঢাকায় আটক মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় তামিম হাওলাদারের গ্রামের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। বুধবার (১৪ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে কারা কিভাবে আগুন দিয়েছে তা জানা যায়নি। তামিম সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার এরশাদ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক তিনজনের গ্রামের বাড়ি মাদারীপুরে। এদের মধ্যে তামিম হাওলাদার (৩০) ও পলাশ সরদার (৩০) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দীর বাসিন্দা অন্যজন সম্রাট মল্লিক (২৮) ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর এলাকার বাসিন্দা। আরো জানা গেছে, এই তিনজনই এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন। সরকার পতনের আগে তামিম ও পলাশ গ্রামের নিজ বাড়িতেই থাকতেন। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্র লীগের সাথে চলাফেরা করতেন। এছাড়া ডাসার উপজেলার নবগ্রাম শশীকর এলাকার সম্রাট মাদকাসক্ত বলে জানা গেছে।
স্থানীয়রা আরো জানান, ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার এরশাদ হাওলাদারের ছেলে তামিম ও কালাম সরদারের ছেলে পলাশ আওয়ামী লীগের দলীয় কোন পদ-পদবী না থাকলেও আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় থাকতেন। চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন। ৫ আগষ্টের হাসিনা সরকারের পতনের পর এরা ঢাকায় চলে যান। এরপর আর বাড়িতে ফেরেননি। অন্যদিকে, ডাসারের যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। বেশ কিছুদিন আগে স্থানীয় একটি মসজিদের মাইক লাগানো নিয়ে এলাকায় ছাত্রদের মারধর করেন তিনি। এ নিয়ে ডাসার থানায় অভিযোগ আছে সম্রাটের বিরুদ্ধে। এরপর থেকে সম্রাটও ঢাকা চলে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটকের খবর পেয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে বুধবার রাতে তামিমের বাড়িঘরে আগুন লাগে। আগুনে তামিমের বসতঘর, রান্নাঘরসহ তিন ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থনে যান।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয়রা জানান, এরা কেউ ভালো না। চাঁদাবাজি, মাদকসহ নানা অপকর্মের সাথে জড়িত। আগে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের লাঠিয়াল হিসেবে কাজ করতেন। এখন এলাকা ছেড়ে ঢাকায় থাকেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যান। এর আগেই আগুনে তামিমের বসতঘর পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা সাংবাদিকদের বলেন, ‘আগুনের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
প্রসঙ্গতঃ মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে। এই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে লেখাপড়া করতেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী এফ. রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বলে জানা গেছে।
নোভা