
ছবিঃ প্রতীকী অর্থে
হবিগঞ্জ জেলায় ‘উপজেলা প্রশাসন লাখাই’ নামের সরকারি ফেসবুক আইডি হ্যাক করে জিম সেন্টারের বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।
বুধবার (১৪ মে) বিকেলে “ফিটনেস পার্ক জিম” নামে একটি প্রতিষ্ঠানের ৩টি ভিডিও এতে শেয়ার করা হয়।
পরে লাখাই উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তি প্রচার করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। তিনি ওই আইডি থেকে কারও কাছে বিতর্কিত বা অপ্রীতিকর মেসেজ গেলে অথবা অনাকাক্সিক্ষত বিষয় পোস্ট করা হলে সাড়া না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপ ও উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) সরকারি মোবাইল ফোনে কল দিয়ে সাড় না পাওয়ায়- এ ব্যাপারে তারা কি ব্যবস্থা নিয়েছেন তা জানা যায়নি।
যোগাযোগ করা হলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী বলেন- ঘটনাটি শুনেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ ডায়েরী (জিডি) করলে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারব।
ইমরান