
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনের নর্থ ক্যাসকেডস পর্বতমালায় ভয়াবহ এক দুর্ঘটনায় তিন পর্বতারোহী নিহত হয়েছেন। ৪০০ ফুট গভীর গিরিখাতে পড়ে তারা প্রাণ হারান। অলৌকিকভাবে বেঁচে যান চতুর্থ সদস্য অ্যান্তন সেলিখ (৩৮)। আহত অবস্থায় অন্ধকারে হেঁটে গাড়ি পর্যন্ত পৌঁছে তিনি কাছাকাছি একটি পে-ফোন থেকে সাহায্য চান।
ওকানোগান কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে শনিবার রাতে, যখন এই চারজন ‘আর্লি উইন্টার স্পায়ার্স’ নামক জনপ্রিয় চূড়ায় চড়ছিলেন। তারা একটি পুরনো পিটন (ধাতব খুঁটি) ব্যবহার করে নিচে নামছিলেন, যেটি হঠাৎ বেরিয়ে গেলে সবাই পড়ে যান। প্রথমে প্রায় ২০০ ফুট নিচে পড়ে, এরপর আরও ২০০ ফুট গড়িয়ে পড়েন তারা।
নিহতরা হলেন: বিশ্ণু ইরিগিরেডি (৪৮), টিম নিউগুয়েন (৬৩) এবং ওলেক্সান্ডার মারটিনেনকো (৩৬)। উদ্ধারকারী দল রোববার দুর্ঘটনাস্থলে পৌঁছে দেহগুলো উদ্ধার করে।
বেঁচে যাওয়া সেলিখ গুরুতর অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও মাথায় আঘাত পেয়েছেন এবং বর্তমানে সিয়াটেলের এক হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় উদ্ধারকর্মী ও অভিজ্ঞ পর্বতারোহীরা জানিয়েছেন, পুরনো পিটন ব্যবহারে বিপদ থাকার সম্ভাবনা থাকে। অনেক সময় এগুলো বছরের পর বছর ধরে পাথরে আটকে থাকলেও দুর্বল হয়ে পড়ে। নিরাপত্তার জন্য একাধিক অ্যাঙ্কর ব্যবহার করা উচিত, যা সম্ভবত এই দলের ক্ষেত্রে করা হয়নি।
এখনো সেলিখের কাছ থেকে বিস্তারিত জানা যায়নি, তবে উদ্ধারকারীরা তার অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে চান। দুর্ঘটনাটি পাহাড়ি পর্বতারোহণের বিপজ্জনক বাস্তবতা নতুন করে সামনে এনেছে।
এসএফ