ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিতদের ফেরত পাঠাচ্ছে ভারত

প্রকাশিত: ০৯:০৯, ১৫ মে ২০২৫

অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিতদের ফেরত পাঠাচ্ছে ভারত

ভারতের রাজস্থানের যোধপুর থেকে অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিত ১৪৮ জনকে বিশেষ বিমানে করে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

বুধবার (১৪ মে) এ উদ্দেশে তাদের কলকাতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানে গত কয়েকদিন ধরেই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাভাষী মুসলমানদের আটক করা হচ্ছে। এদের মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের বাংলাভাষী মুসলমানরাও আছেন।

রাজস্থান পুলিশ বলেছে, এখন পর্যন্ত এক হাজার ৮ জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে ৭৬১ জনকে বাংলাদেশি বলে চিহ্নিত করতে পেরেছে তারা।

এদেরই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হলো বুধবার।

রাজস্থান থেকে বিবিসির সহযোগী সংবাদদাতা মোহর সিং মীণা জানান, প্রথম ধাপে ১৪৮ জনকে ফেরত পাঠানোর জন্য যোধপুরে বিমান বাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতা হয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা আছে বলে রাজস্থান পুলিশের সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে।

অন্যদিকে, যারা ভারতীয় ও বাংলাভাষী মুসলমান, তাদের পরিচয় নিশ্চিত করার জন্য প্রায় ১০ দিন ধরে তাদের আটকে রাখা হয়েছিল। এরপর মঙ্গলবার রাত থেকে তাদের ছেড়ে দেওয়া শুরু হয়েছে। এদিন ছাড়া পাওয়া পশ্চিমবঙ্গের একটি পরিবার বিবিসিকে জানিয়েছে, এই সময়ের মধ্যে তাদের কোনো আদালতে তোলা হয়নি।

সজিব

×