
ছবি: সংগৃহীত
সেলিব্রেটি চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে এসে নিজের অনুভূতির কথা শেয়ার করলেন জনপ্রিয় তারকা কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। অনেকেই মনে করছেন, কিছু সেলিব্রেটি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। তবে কর্নিয়ার মতে, বিষয়টি পুরোপুরি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
তিনি বলেন, “ভাইরাল হওয়ার উদ্দেশ্যে অনেকেই আসে, তবে এবার খুব একটা সুযোগ পায়নি। কিছু একটিভিটিজ বা মন্তব্যের মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা কেউ কেউ করলেও, আমরা যারা প্রকৃতভাবে খেলাটাকে উপভোগ করতে এসেছি, তাদের লক্ষ্য একটাই—মাঠে ভালো পারফর্ম করা।”
কর্ণিয়া আরও জানান, সেলিব্রেটি চ্যাম্পিয়ন্স লিগ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি যেন একটি পারিবারিক গেট টুগেদারও। তিনি বলেন, “এটা আমাদের জন্য এক ধরনের পরিবারসুলভ মিলনমেলাও বটে। সবাই খুব ভালো করছে, পরিশ্রম করছে।”
নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে কর্নিয়ার বক্তব্য, “মেয়েরা আমরা অনেকেই ক্রিকেট নিয়ে খুব বেশি ধারণা রাখি না। তাই খেলাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। যারা পরিশ্রম করছে, চেষ্টা করছে—তাদের অবশ্যই এপ্রিশিয়েট করা উচিত।”
সবশেষে কর্ণিয়া মনে করিয়ে দেন, “নেতিবাচক দিক নয়, আমাদের উচিত ভালো দিকগুলোকে গুরুত্ব দেওয়া।”
আসিফ