ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মেসির সঙ্গে পার্টি করেছি, শাকিব খানের সঙ্গে কাজের সময় পাইনি: মারিয়া মিম

প্রকাশিত: ১৪:০০, ১৫ মে ২০২৫; আপডেট: ১৪:০১, ১৫ মে ২০২৫

মেসির সঙ্গে পার্টি করেছি, শাকিব খানের সঙ্গে কাজের সময় পাইনি: মারিয়া মিম

ছ‌বি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী মারিয়া মিম ফুটবলের প্রতি নিজের ভালোবাসার কথা জানালেন। বললেন, “আমার ফুটবল খুব ভালো লাগে। কারণ ৯০ মিনিটেই খেলা শেষ হয়ে যায়। ক্রিকেটের মতো অনেক সময় নিয়ে দেখতে হয় না, দীর্ঘক্ষণ বসে থাকতে হয় না। এজন্য ফুটবল বেশি পছন্দ।”

ক্রিকেট নিয়ে বলতে গিয়ে মিম বলেন, “ক্রিকেটের দিক থেকে আমাদের দেশের অলরাউন্ডার শাকিব আল হাসানকে ভালো লাগে। তিনি তো সবারই প্রিয়।”

দেশের বাইরে ফুটবল তারকাদের মধ্যে পছন্দের তালিকায় আছেন মেসি, রোনালদো ও নেইমার। তবে বিশ্বকাপ এলেই মিম পুরোপুরি আর্জেন্টিনা সাপোর্ট করেন। “বিশ্বকাপে আমি শুধুই মেসিকে সাপোর্ট করি। আমি একজন আর্জেন্টিনা টিম সাপোর্টার,” বলেন মিম।

চমকপ্রদভাবে তিনি জানান, “গত বছর আমার মেসির সঙ্গে দেখা হয়েছিল স্পেনের ইবিজায়। আমরা একসাথে একটা পার্টিতেও অংশ নিয়েছিলাম। ওখানে একটা ক্লাবে বলিউড-হলিউডসহ অনেক তারকা আসে। সেদিন অনেক ফুটবলার ছিল, কিন্তু কেউ ছবি তোলে না, সবাই যার যার মতো করে চিল করে। তাই আমিও ছবি তুলি নাই। ওটা মেসিই ছিল, কিন্তু কেউ বিশেষভাবে তাকায়ও না, সবাই শুধু মুহূর্তটা উপভোগ করে।”

অভিনয় জীবন নিয়ে তিনি বলেন, “এখন নিয়মিত কাজ করব। নাটকে কাজ করছি আর ভবিষ্যতে চলচ্চিত্র নিয়ে ভাবছি। আমাদের বাংলাদেশে তো শাকিব খানই একমাত্র হিরো। সবাই চায় তার সঙ্গে কাজ করতে। এর আগেও অনেক অফার পেয়েছি, কিন্তু সময় দিতে পারিনি।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=S7CmDNEbkt0

এএইচএ

×