ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বন্ধুত্বে ফাটল, ব্লেক লাইভলি হুমকি দিলেন টেইলর সুইফটকে গোপন তথ্য ফাঁসের

প্রকাশিত: ১৫:২০, ১৫ মে ২০২৫; আপডেট: ১৫:২২, ১৫ মে ২০২৫

বন্ধুত্বে ফাটল, ব্লেক লাইভলি হুমকি দিলেন টেইলর সুইফটকে গোপন তথ্য ফাঁসের

অভিনেত্রী ব্লেক লাইভলি তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা টেইলর সুইফটকে হুমকি দিয়েছেন বলে জানা গেছে। চলমান একটি আইনি মামলায় পরিচালক ও অভিনেতা জাস্টিন বালডোনির পক্ষে টেইলরকে দাঁড়ানোর জন্য চাপ দিতে গিয়ে এই ঘটনা ঘটে। নইলে টেইলরের ব্যক্তিগত ও বিব্রতকর মেসেজ ফাঁস করে দেয়ার হুমকি দিয়েছেন লাইভলি।

এই বিষয়টি প্রথম উঠে এসেছে জাস্টিন বালডোনির আইনজীবীরা বুধবার আদালতে জমা দেওয়া এক আইনি চিঠিতে। তারপর থেকে হলিউডে এই খবর নিয়ে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়েছে।ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গসিপ গার্ল’ খ্যাত ব্লেক লাইভলি তার বন্ধু টেইলর সুইফটকে ব্যক্তিগত মেসেজ মুছে ফেলতে বলেছিলেন। পাশাপাশি বালডোনির বিরুদ্ধে চলমান আইনি লড়াইয়ে তার পাশে থাকার জন্যও চাপ দিয়েছিলেন। বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান দাবি করেছেন, লাইভলির এই কাজ সাক্ষীকে প্রভাবিত করা এবং তথ্যপ্রমাণ ধ্বংস করার সামিল।ব্লেক লাইভলি ও টেইলর সুইফটের বন্ধুত্ব দীর্ঘদিনের। টেইলর সুইফট লাইভলি ও তাঁর স্বামী রায়ান রেনোল্ডসের তিন সন্তানের গডমাদার। তারা নিয়মিত একে অপরের সঙ্গে পারিবারিক সময় কাটাতেন। তবে ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার শুটিং সেটে ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনির মধ্যে সম্পর্কের অবনতি ঘটার পর থেকে তাদের বন্ধুত্বে ফাটল ধরেছে।

 

রাজু

×