ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নেত্রকোনা ছাত্রদলের কমিটিতে সভাপতি অনিক, সম্পাদক শামীম

সঞ্জয় সরকার,নিজস্ব সংবাদদাতা,নেত্রকোনা

প্রকাশিত: ১৯:২২, ১৫ মে ২০২৫

নেত্রকোনা ছাত্রদলের কমিটিতে সভাপতি অনিক, সম্পাদক শামীম

ছবি: সংগৃহীত

অনিক মাহবুব চৌধুরীকে সভাপতি ও শামছুল হুদা শামীমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনা জেলা কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই কমিটির অনুমোদন দেন। 

সভাপতির দায়িত্বপ্রাপ্ত অনিক মাহবুব চৌধুরী সদ্যবিলুপ্ত কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন।

৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র সহসভাপতি- মাজহারুল ইসলাম জিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- সৈয়দ মোকশেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক- আরাফাত বাবু ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দোলন, প্রচার সম্পাদকÑ এসএম সোহাগ (যুগ্ম সম্পাদক পদমর্যাদায়) এবং দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত (যুগ্ম সম্পাদক পদমর্যাদায়)। 

আংশিকভাবে ঘোষিত এই কমিটিকে পরবর্তী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে।

আলীম

×