
“অন্যায় ভেসে যাবে প্রতিবাদের জোয়ারে”-এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামে প্রবাসীর জমিতে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে সামাজিক সংগঠন ‘মানবতার বন্ধন’।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে লক্ষণখোলা বাজারে সংগঠনের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল কার্যালয় থেকে শুরু হয়ে লক্ষণখোলা বাজারের প্রধান সড়ক ঘুরে ফের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে অংশ নেন শতাধিক এলাকাবাসী, প্রবাসীর স্বজন ও সচেতন নাগরিকরা।
সভায় বক্তব্য দেন,সংগঠনের প্রধান উদ্যোক্তা রমজান মিয়া, প্রধান উপদেষ্টা মেহেদী হাসান জনি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য হারুন মিয়া এবং ভুক্তভোগী প্রবাসী শাহীন মিয়া। বক্তারা বলেন, “বিদেশে রক্ত-ঘাম ঝরিয়ে উপার্জিত অর্থে যারা দেশের মাটিতে ঘর বা ভিটে বানাতে চান, তাদের জমিতে চাঁদা দাবি করা এক ধরনের নির্মমতা। এই অন্যায় কোনোভাবেই বরদাশত করা হবে না।”
তারা আরও বলেন, “প্রবাসীরা শুধু অর্থনীতির চালিকা শক্তি নন, তারা দেশের সম্মানও। প্রবাসীদের সম্পত্তি রক্ষায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব।”
আন্দোলনকারীরা স্থানীয় প্রশাসনের প্রতি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
নোভা