ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বীর চট্টলায় আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের আনন্দে ‘চেরদিন্না ফাতিয়া ও গান আড্ডা’

প্রকাশিত: ০১:৪০, ১৬ মে ২০২৫; আপডেট: ০১:৪১, ১৬ মে ২০২৫

বীর চট্টলায় আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের আনন্দে ‘চেরদিন্না ফাতিয়া ও গান আড্ডা’

ছবি: সংগৃহীত

গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার আনন্দে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে বিশেষ এক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘চেরদিন্না ফাতিয়া ও গান আড্ডা’। আগামী ১৬ মে, শুক্রবার বিকাল ৪টায় নগরীর কাজির দেউরির জিমনেসিয়াম মাঠে এই আয়োজনে মিলিত হবেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। 

এই অনুষ্ঠানের আয়োজন করছে Private University National Association of Bangladesh (PUNAB) ও জুলাই ঐক্য। আয়োজকরা জানিয়েছেন, দেশের গণতন্ত্র রক্ষায় ও স্বৈরাচারবিরোধী চেতনায় সাধারণ মানুষকে আরও উজ্জীবিত করতেই এই ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠানে থাকছে সংগীত পরিবেশনা, আলোচনা, আবৃত্তি এবং গণজাগরণমূলক নানা পরিবেশনা। আয়োজকরা আশা করছেন, এই আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের মানুষ একটি নতুন গণতান্ত্রিক ভোরের স্বপ্ন আরও জোরালোভাবে ধারণ করবে।

জনসাধারণকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আসিফ

আরো পড়ুন  

×