ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

যারা এই কাজটা করেছে খুবই খারাপ করেছে, আবারো নিন্দা জানাই: পিনাকী

প্রকাশিত: ২০:৩১, ১৫ মে ২০২৫

যারা এই কাজটা করেছে খুবই খারাপ করেছে, আবারো নিন্দা জানাই: পিনাকী

ছ‌বি: সংগৃহীত

লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে উপদেষ্টা মাহফুজের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, "মাহফুজের মাথার আঘাত মারাত্মক হতে পারে।"

স্ট্যাটাসে পিনাকী জানান, মাথার খুলির গঠন শক্ত হলেও আঘাত লেগেছে অত্যন্ত সংবেদনশীল ও দুর্বল একটি স্থানে, এবং সেটি হয়েছে প্রচণ্ড জোরে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "এই ধরনের আঘাত প্রাণঘাতী হয়ে উঠতে পারে। যেকোনো চিকিৎসক এই আঘাতের প্রকৃতি দেখলেই তাৎক্ষণিকভাবে বিষয়টির ঝুঁকিপূর্ণ দিক সম্পর্কে সতর্ক করবেন।"

তিনি আরও বলেন, এ ধরনের আঘাতে তাৎক্ষণিকভাবে ইনট্রা ক্রেনিয়াল হেমোরেজ (মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ) হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে প্রথম বাহাত্তর ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনকি আঘাতের দুই থেকে তিন সপ্তাহ পরেও রক্তপাতের সম্ভাবনা থাকে।

মাহফুজের সুচিকিৎসার জন্য পিনাকী ভট্টাচার্য অন্তত তিন সপ্তাহ হাসপাতালে রাখার পরামর্শ দিয়েছেন এবং নিউরোলজি ইনস্টিটিউটকে এই চিকিৎসার জন্য সর্বোত্তম স্থান হিসেবে উল্লেখ করেছেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা এই কাজটা করেছে, তারা অত্যন্ত খারাপ কাজ করেছে। আমি আবারও এর নিন্দা জানাই।”

এম.কে.

আরো পড়ুন  

×