
ছবি: সংগৃহীত
ক্রোমের দুটি সম্পূর্ণ আলাদা অ্যাপ ব্যবহারের ফলে আমি ব্যক্তিগত এবং অফিসিয়াল ডেটা ও অ্যাকাউন্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারি। অ্যান্ড্রয়েডে ক্রোম প্রথম চালু হয়েছিল আজ থেকে ১৩ বছর আগে। এত বছর পরেও অ্যাপটির মৌলিক কার্যক্রমে তেমন কোনো পরিবর্তন আসেনি: আমি একটি ইউআরএল টাইপ করি, আর পেজটি লোড হয়। তবে একটি গুরুত্বপূর্ণ ফিচারে ক্রোম এখনও পিছিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট সাপোর্ট।
২০১০-২০১১ সাল থেকেই অধিকাংশ গুগল অ্যাপেই ব্যবহারকারী দ্রুত এক অ্যাকাউন্ট থেকে অন্যটিতে সুইচ করতে পারে। কিন্তু ক্রোমে এই ফিচার নেই। এর সমাধানে আমি সবসময় আমার ফোনে Chrome Beta (আর Chrome Dev) ইনস্টল করি। এখানে আমি ব্যাখ্যা করব কেন এবং কীভাবে এটি আমার কাজে আসে।
আমার মতো অনেকেই হয়তো একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেন। একটি ব্যক্তিগত, একটি অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানের, এবং কখনো কখনো একটি যৌথ অ্যাকাউন্ট। আমার নিজের একটি, অফিসের জন্য একটি (Android Authority-র), আর একটি যৌথ অ্যাকাউন্ট আছে আমার স্বামীর সঙ্গে যেটি আমরা বিল, রিজার্ভেশন, ডকুমেন্ট ও অনলাইন শপিংয়ের জন্য ব্যবহার করি।
আমি সবসময় এই তিনটি অ্যাকাউন্ট আলাদা রাখি। ডেস্কটপে এক ক্রোম প্রোফাইলের মধ্যে সব অ্যাকাউন্ট যুক্ত করি না। আলাদা প্রোফাইল ব্যবহার করি, যাতে ব্যক্তিগত ব্রাউজিংয়ের প্রভাব না পড়ে অফিসিয়াল কাজে, বা যৌথ অ্যাকাউন্টে ব্যক্তিগত তথ্য না যায়। বুকমার্ক, ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ, ক্যাশ, ঠিকানা ও পেমেন্ট তথ্য, পাসওয়ার্ড। সব কিছু আলাদা থাকে, কারণ প্রতিটি অ্যাকাউন্টের উদ্দেশ্য আলাদা।
তবে অ্যান্ড্রয়েডে, ক্রোমে একসঙ্গে একটিই অ্যাকাউন্ট লগ-ইন করা যায়। এক অ্যাকাউন্ট থেকে অন্যটিতে স্বাভাবিকভাবে সুইচ করা যায় না। লগআউট করে আবার লগইন করতে হয়, যা বিরক্তিকর। আমি ২০১২ সালে একদিন এই প্রক্রিয়া ব্যবহার করেছিলাম এবং সঙ্গে সঙ্গে আফসোস করেছিলাম।
তখনই Chrome Beta মনে পড়ে। আমি সেখানে অফিস অ্যাকাউন্ট লগইন করি আর মূল Chrome অ্যাপে ব্যক্তিগত অ্যাকাউন্ট রাখি। এতে আমার ডেটা আলাদা থাকে এবং নিয়ন্ত্রণ থাকে কোন অ্যাপ কী দেখতে পাবে।
যদিও “Beta” নামটি কিছুটা বাগ থাকার ইঙ্গিত দেয়, তবে গত ১০ বছরের অভিজ্ঞতায় Chrome Beta আমাকে কখনও হতাশ করেনি। হ্যাঁ, কিছু বাগ থাকতে পারে, কিন্তু দৈনন্দিন ব্যবহারে তা খুব একটা সমস্যাজনক নয়।
একটি সমস্যা হলো, বাহ্যিক অ্যাপ থেকে লিংক ক্লিক করলে, তা ডিফল্ট ব্রাউজারে (মূল Chrome) খোলে, অর্থাৎ ব্যক্তিগত অ্যাকাউন্টে। সমাধান: লিংকটি কপি করে Chrome Beta তে পেস্ট করা। একটু বিরক্তিকর, তবে গোপনীয়তা বজায় রাখার চেয়ে কিছুই বড় নয়।
২০১৭ সালে আমি বিয়ে করার পর, স্বামীর সাথে যৌথ অ্যাকাউন্ট তৈরি করি এবং Chrome Beta-তে সেটিকে প্রধান করি। আর অফিস অ্যাকাউন্ট রাখি Chrome Dev-এ, যেটা কিছুটা কম স্থিতিশীল হলেও কখনোই ডিলব্রেকার হয়ে ওঠেনি। যদি আপনার আরও অ্যাকাউন্ট থাকে, তবে Chrome Canary-তে সবচেয়ে কম ব্যবহৃত অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন। তবে এতে কিছু বাগ বেশি পাবেন।
দুঃখজনকভাবে, স্ট্যান্ডঅ্যালোন Chrome অ্যাপের সংখ্যা এখানেই শেষ। পাঁচ বা তার বেশি অ্যাকাউন্ট চালাতে চাইলে আর কোনো উপায় নেই। গুগল যদি মূল Chrome-এ মাল্টিপল প্রোফাইল সাপোর্ট যোগ করত, তাহলে এত workaround দরকার হতো না। আমি ২০১২-১৩ সালে এই আশা করেছিলাম। ২০২৫ সালে এসে সেই আশা হয়ত শেষই হয়ে গেছে।
আমার একটি লেখায় Chrome-এর এই কৌশল নিয়ে বলেছিলাম। তখন একজন পাঠক Darth Vader মন্তব্য করেছিলেন, উনি এই কৌশলটি VPN ব্রাউজিং এবং সাধারণ ব্রাউজিং আলাদা রাখতে ব্যবহার করেন। এটি ভিন্ন প্রোফাইল ব্যবহার করে গোপনীয়তা রক্ষা ও নির্দিষ্ট অ্যাপে VPN প্রয়োগের অসাধারণ উপায়। Chrome Beta তে ভিন্ন সেটিংস বা পারমিশন দিয়ে রাখা যায়, তৃতীয় পক্ষের কুকিজ নিষ্ক্রিয় রাখা যায়। এই কৌশলটিও খুবই কার্যকর।
শহীদ