
ছবি: সংগৃহীত
জল কিংবা স্থল—দুই জায়গা থেকেই উড্ডয়ন ও অবতরণে সক্ষম বিশ্বের সবচেয়ে বড় বেসামরিক উভচর বিমান এজি-৬০০ এখন চূড়ান্ত পরীক্ষায় সফল হয়েছে। দীর্ঘদিনের গবেষণা ও উন্নয়নের ফসল এই বিমানটি এখন বাস্তব ব্যবহারের পথে দ্রুত এগিয়ে চলেছে।
চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই বিমান শুধু একটি প্রযুক্তিগত অর্জনই নয়, বরং দুর্যোগ ব্যবস্থাপনা, বনরক্ষা ও উদ্ধার অভিযানের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
এজি-৬০০ নির্মাণ করেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (AVIC)। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিমানটি সম্প্রতি প্রবল পার্শ্ববাতাসের মধ্যে সফলভাবে উড্ডয়ন ও অবতরণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল কঠিন আবহাওয়ায় বিমানের নিরাপত্তা ও স্থিতিশীলতা যাচাই করা। এভিআইসি জানায়, এই সাফল্যের ফলে বিমানটি এখন বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং পরিবেশেও কার্যক্রম পরিচালনা করতে সক্ষম।
প্রায় ৬০ টন ওজনের এজি-৬০০ বিমানটি পৃথিবীর সর্ববৃহৎ বেসামরিক উভচর বিমান হিসেবে স্বীকৃত। এটি মাত্র কয়েক সেকেন্ডেই শুষে নিতে পারে ১২ টন পানি, যা বহন করে সরাসরি দুর্গম অঞ্চলে আগুন নেভাতে ব্যবহৃত হতে পারে। ফলে প্রাকৃতিক দুর্যোগে এটি একটি কার্যকর সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি এই বিমানের দুটি ইউনিট চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার জিলিন হট শহরে সফলভাবে টেস্ট ফ্লাইট সম্পন্ন করেছে। পরীক্ষায় দেখা গেছে, দুটি বিমানই প্রবল পার্শ্ববাতাসের মধ্যেও স্থিতিশীলভাবে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম হয়েছে—যা এর প্রযুক্তিগত সক্ষমতার বড় প্রমাণ।
বিশেষজ্ঞরা বলছেন, এই সাফল্য প্রমাণ করে যে এজি-৬০০ এখন প্রতিকূল আবহাওয়াতেও নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে। এটি বনভূমি রক্ষা, উপকূলীয় নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার মিশন এবং জলবায়ু গবেষণার মতো গুরুত্বপূর্ণ খাতেও নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে এটি আন্তর্জাতিক পর্যায়েও জরুরি ব্যবস্থাপনায় ব্যবহৃত হতে পারে।
এছাড়া, বিমানটির এয়ার ইনটেক সিস্টেম (বাতাস প্রবেশ ব্যবস্থা) সহ একাধিক প্রযুক্তিগত উপাদান কঠোর মান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সব পরীক্ষা শেষে একটি এজি-৬০০ বিমান বর্তমানে হেইলুংজিয়াং প্রদেশের জিয়াগেদাকি শহরে পাঠানো হয়েছে, যেখানে এটি গবেষণা ও সংরক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছে।
চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে টাইপ সার্টিফিকেট পাওয়ার মাধ্যমে এজি-৬০০-এর উন্নয়ন পর্যায় শেষ হয়েছে। এটি এখন পুরোপুরি ব্যবহারোপযোগী এবং বাণিজ্যিক ও রাষ্ট্রীয় প্রয়োজনে কাজে লাগানোর জন্য প্রস্তুত।
এসএফ