ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

পরমাণু যুদ্ধের মধ্যেও বেঁচে যাবে ৫ দেশ

প্রকাশিত: ২০:৪০, ১৫ মে ২০২৫

পরমাণু যুদ্ধের মধ্যেও বেঁচে যাবে ৫ দেশ

দুনিয়ার বিভিন্ন জায়গায় শক্তিধর দেশগুলির মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে কয়েক বছর হয়ে গেল। পশ্চিমা দেশগুলির সহায়তায় রাশিয়ার সঙ্গে লড়াই করছে ইউক্রেন। অন্যদিকে, গাজায় দিনের পর দিন বোমা ফেলে যাচ্ছে ইসরায়েল। ওই যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভবানা রয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের। ভারত-পাক উত্তেজনার নিরসন হয়নি। এর মধ্য়েই পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়ছে।

রাশিয়া ইতিমধ্যেই পরমাণু বোমার ব্যবহারের হুমকি দিয়ে রেখেছে ইউক্রেনকে। ভারত পাক উত্তেজনার মধ্যে পাকিস্তানের একাধিক নেতা মন্ত্রী পরমাণু অস্ত্রের হুমকি দিয়েছিলেন। হিরোসিমায় যে বোমা পড়েছিল, তার থেকে অনেকগুণ শক্তিশালী বোমা তৈরি হয়ে গিয়েছে। ফলে দুনিয়ে কোনও একটি দেশ যদি কোনও পরমাণু অস্ত্র ব্যবহার করে ফেলে তার পরিণতি হবে ভয়ংকর।

এদিকে, পরমাণু যুদ্ধের ভয়ংকর পরিণতির কথা দুনিয়ার জানা থাকলেও দুনিয়ার এমনকিছু দেশ রয়েছে যাদের অনেকটাই নিরাপদ বলে মনে করা হয়। কারণ তাদের ভৌগলিক অবস্থান ও তাদের আগাম সতর্কতা। এরকম ৫ দেশ রয়েছে যাদের আমারা হয়তো ধর্তব্যের মধ্যেই আনে না। এরকম ৫ দেশ হল-

ভুটান

দুনিয়ার রাজনৈতিক প্য়াঁচপয়জার থেকে দূরে থাকে ভুটান। ১৯৭১ সালে দেশটি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত হলেও রাজনীতি থেকে দূরেই থাকে ভুটান। পাহাড় দিয়ে ঘেরা থাকার কারণে এখানে দুনিয়ার নজর খুব একটা বেশি থাকে না। ফলে এটিকে পরমাণু যুদ্ধের আওতার বাইরেই রাখা হয়। প্রধাণত প্রাকৃতিক কারণেই ভুটানকে লড়াই ঝগড়া থেকে বাইরে রাখা হয়।

ইন্দোনেশিয়া

বিদেশনীতির ক্ষেত্রে কিছুটা নিষ্কৃয় নীতিতেই চলে ইন্দোনেশিয়া। কারও সঙ্গে কোনও জোট নেই। ফলে এই দেশটির পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করা হয়।

সুইত্জারল্যান্ড

দুনিয়ার অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন সুইত্জারল্যান্ড বরাবর নিরপেক্ষই থেকে এসেছে। সম্প্রতিক কালে কোনও যুদ্ধে অংশ নেয়নি সুইত্জারল্যান্ড। পাশাপাশি দেশটি পরমাণু যুদ্ধের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশাল বিশাল নিউক্লিয়ার সেল্টার তৈরি করে রেখেছে সুইত্জারল্যান্ড। মনে করা হয় এইসব কারণে দেশটি খানিকটা নিরাপদ।

নিউ জিল্যান্ড

গ্লোবাল পিস ইনডেক্সে অনেকটাই এগিয়ে নিউ জিল্যান্ড। আন্তর্জাতিক ক্ষেত্রে বরাবরই শান্তির পক্ষে থেকেছে নিউ জিল্যান্ড। সমুদ্র ও পাহাড় দিয়ে ঘেরা নিউ জিল্যান্ড উন্নত দেশগুলি থেকে অনেকটাই দূরে। নিউক্লিয়ার লড়াইয়ের জন্য অনেকটাই প্রস্তুতি নিয়ে রেখেছে নিউ জিল্যান্ড। এমনটাই মনে করা হয়।

আইসল্যান্ড

দনিয়ার শান্তিপূর্ণ দেশগুলির অন্যতম হল আইসল্যান্ড। কোনও যুদ্ধে দেশটি এখনও জড়িয়ে যায়নি। দেশটির ভৌগলিক অবস্থান ও তার নীতি দেশটিকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে।

ফুয়াদ

×