
ছবি: সংগৃহীত
বর্তমান অর্থনীতি ও চাকরির বাজার আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও, নিজস্ব আয় উৎস তৈরি করা এখন আর কঠিন নয়। গোল্ডম্যান স্যাকস ২০২৩ সালেই "ক্রিয়েটর ইকোনমি" বা অনলাইন কনটেন্ট নির্মাতা অর্থনীতির মূল্য নির্ধারণ করেছিল ২৫০ বিলিয়ন ডলার, এবং ২০২৭ সালের মধ্যে তা দ্বিগুণ হওয়ার পূর্বাভাস দিয়েছিল। ফলে এখনই সময় নিজের জন্য একটি অনলাইন নিশ বেছে নেওয়ার।
স্কুলে ফিরে না গিয়েও এসব শেখা সম্ভব। অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান এক্সপার্টইজ বাজারে এনেছে "দ্য আলটিমেট ২০২৫ সোশ্যাল মিডিয়া ও ফ্রিল্যান্সার মার্কেটিং বান্ডেল", যেখানে মাত্র ৩৪.৯৯ ডলারে পাওয়া যাবে ১০টি সংক্ষিপ্ত ও কার্যকর কোর্স।
প্রথমেই শেখানো হয় ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা, যাতে দর্শক আপনার কনটেন্টের জন্যই ফিরে আসে। ‘পারসোনাল ব্র্যান্ডিং মাস্টারি: ফ্রম জিরো টু এ ব্র্যান্ডিং হিরো’ কোর্সটি এই বিষয়েই বিস্তারিত গাইড দেবে। এরপর ‘সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি উইথ চ্যাটজিপিটি’ কোর্স শেখাবে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আকর্ষণীয় ও শেয়ারযোগ্য কনটেন্ট তৈরি করবেন।
প্ল্যাটফর্ম যেমনই হোক, ‘ভাইরাল কনটেন্ট ক্রিয়েশন আইডিয়াজ উইথ চ্যাটজিপিটি’ কোর্সে পাবেন ইনস্টাগ্রাম রিলস, টিকটক বা পিন্টারেস্টের জন্য কনটেন্ট আইডিয়া তৈরি করার কৌশল। ‘ভাইরাল টিকটক ভিডিও উইথ চ্যাটজিপিটি’ কোর্সে শেখানো হবে কীভাবে চমৎকার রিলস, শর্টস ও ভিডিও বানানো যায়।
ভিডিও কনটেন্টের ক্ষেত্রে এখন টিকটক ও ইউটিউব সবচেয়ে জনপ্রিয়, আর এই বান্ডেলেই রয়েছে দুটি প্ল্যাটফর্মের ওপর আলাদা স্ট্র্যাটেজি শেখার সুযোগ।
এছাড়া ব্লগিং শিখতে চাইলে ‘ব্লগিং মাস্টারি ইউজিং চ্যাটজিপিটি’ কোর্সে থাকছে কনটেন্ট রাইটিং, কপিরাইটিং, গল্প বলা ও সৃজনশীল লেখালেখির প্রশিক্ষণ। মনে রাখতে হবে, অনলাইন কনটেন্ট নির্মাণও একটি ব্যবসা, তাই এখানে রয়েছে ফ্রিল্যান্স আন্ত্রেপ্রেনারশিপ ও অনলাইন সফলতার মূলনীতি বিষয়ক আলাদা কোর্স।
এই কোর্স বান্ডেলটি তৈরি করেছে এক্সপার্টইজ, যা বিশ্বজুড়ে ৫০,০০০-এরও বেশি শিক্ষার্থীকে পেশাগত দক্ষতা অর্জনে সহায়তা করেছে।
মাত্র ৩৪.৯৯ ডলারে "দ্য আলটিমেট ২০২৫ সোশ্যাল মিডিয়া ও ফ্রিল্যান্সার মার্কেটিং বান্ডেল" এখনই সংগ্রহ করুন।
কোর্স সম্পর্কিত বিস্তারিত: https://store.entrepreneur.com/sales/
সূত্র: https://www.entrepreneur.com/science-technology/learn-how-to-become-a-successful-online-content-creator-for/490097
এএইচএ