
ছবি: সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “মোদি, আমাদের জ্ঞান দিও না। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ৯০ হাজার প্রাণ হারিয়েছি, আর্থিক ক্ষতির পরিমাণ ১৫০ বিলিয়ন ডলার। এটা আমাদের অস্তিত্বের লড়াই।”
সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শাহবাজ বলেন, “পাকিস্তান শান্তির পক্ষপাতী। আমরা এই অঞ্চলের উন্নয়ন চাই—এই ইচ্ছাকে দুর্বলতা ভাবার ভুল করবেন না।”
তিনি স্পষ্ট করে বলেন, সিন্ধু চুক্তি লঙ্ঘনের চিন্তাও যেন না করে ভারত। “কাশ্মীর ইস্যু সমাধান না হলে বাণিজ্য হতে পারে না। তুমি যদি ভেবে থাকো এই অঞ্চলের পুলিশ হবে, তবে সেই মায়া আজ ভেঙে গেছে।”
ভারতের প্রধানমন্ত্রী মোদিকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, “আমরা সংলাপ ও শান্তির পক্ষে, কিন্তু আবার পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা করলে কিছুই অবশিষ্ট থাকবে না। এবার আমাদের জবাব আরও শক্তিশালী হবে।”
শেষে তিনি মোদিকে কাশ্মীর নিয়ে সংলাপে বসার আহ্বান জানিয়ে বলেন, “আমরা যুদ্ধ এবং আলোচনা—দুইয়ের জন্যই প্রস্তুত।”
সূত্র: https://en.dailypakistan.com.pk/14-May-2025/pm-lauds-pakistan-armed-forces-for-heroic-defence-warns-india-against-aggression
এএইচএ